eidjamat

দৈনিক বার্তা-২৮ জুলাই ২০১৪, সোমবার: সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালী, চাঁদপুর ও পিরোজপুর জেলার ৬৮টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ এসব গ্রামের হাজার হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, বলাখাল, মনিহার, অলিপুর, বড়কূল, সমেশপুর, জাঁকনি, রামচন্দ্রপুর, প্রতাপুর, বেলচো, উভারামপুর, সুরঙ্গচাল ও গোবিন্দপুর, ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ, বিঘা, বাছপাড়া, খিলা, ওড়তলী, বালিথুবা, শোলা, রূপসা, গোয়ালভাওর, কড়ৈইতলী, নোয়ারহাট, বাশারা, পনিসাইর, কামতা, পাইকপাড়া, কাইতারা, টোরামুন্সীরহাট, মূল পাড়া, বদরপুর, তেলিসাইর এবং মতলবের আশ্বিনপুর, নায়েরগাঁও, পাঁচানি, দশানী, মোহনপুর, এখলাসপুর ও বেলতলী গ্রামে প্রতিবছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন হচ্ছে। পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালীর ইটবাড়িয়া, পৌরশহরের নাইয়াপট্টি, বাদুরতলী, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালীর বাসিন্দারা ঈদ উদযাপন করছেন। উল্লেখ্য প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব গ্রামে রোজা রাখা ও ঈদ উদযাপন করা হয়।