atm

দৈনিক বার্তা –ঢাকা,২৯জুলাই : ঈদের টানা ছুটিতে গ্রাহকদের চাহিদা মেটাতে পুরো প্রস্তুত বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম সার্ভিস৷ বাড়তি চাহিদার কথা মাথায় রেখে এ সময়ে বুথগুলোতেও রাখা হচ্ছে বাড়তি টাকা৷এছাড়া এটিএম বুথের নিরাপত্তা জোরদারেও ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ৷ দিনের ২৪ ঘন্টা আর সপ্তাহের ৭ দিনই টাকার প্রয়োজন মেটানোয় দিন দিনই জনপ্রিয় হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এটিএম সার্ভিস৷ আর ব্যাংকগুলো যখন বন্ধ থাকে তখন আরো বেড়ে যায় এ কার্ড নির্ভরতা৷

বিশেষ করে ঈদের মতো ধর্মীয় উত্‍সবের লম্বা ছুটিতে গ্রাহকদের একমাত্র ভরসা ব্যাংকের এটিএম বুথ৷ সে কারণেই স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের এ ছুটিতে বুথগুলোতে কয়েকগুণ বেশি টাকা রাখা হবে বলে জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো৷ এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরণের লম্বা ছুটিতে বুথগুলো কখনোই যেন টাকা শূন্য না হয় সেদিকে লক্ষ্য রেখে ব্যাংকগুলোকে বিশেষ পদক্ষেপ নিতে হবে৷পরিবার-পরিজন নিয়ে আনন্দে ঈদ কাটানোর ক্ষেত্রে নিরাপদ অর্থ লেনদেনের নিশ্চয়তা দিতেই এমন প্রস্তুতি বলে জানালো বাণিজ্যিক ব্যাংকগুলো৷