বাংলাদেশ ব্যাংক

দৈনিক বার্তা- ঢাকা,১আগষ্ট : বিদেশে অর্থপাচার রোধে স্বয়ংক্রিয় মনিটরিং পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক৷ আমদানি পণ্যে বেশি দাম দেখিয়ে কেউ যাতে অর্থ পাচার করতে না পারে, সেজন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে৷

আমদানি রপ্তানির ক্ষেত্রে পণ্য মূল্য ও পরিমাণ হেরফের করে টাকা পাচারের অভিযোগ নতুন নয়৷ আমদানির ক্ষেত্রে ট্যাঙ্ ফাঁকি দিতে পণ্যের দাম কম দেখানো হয়৷ আবার ঐ আমদানির ক্ষেত্রেই টাকা পাচারের উদ্দেশ্যে পণ্যের দাম বেশি দেখানো হয়৷ এসব বন্ধ করতেই পণ্যের সঠিক পরিমাণ ও দাম জানতে কম্পিউটারাইজড পদ্ধতি চালু করছে বাংলাদেশ ব্যাংক৷ এই স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, ইপিবি ও শুল্ক বিভাগ একই সাথে কাজ করবে৷ পরীক্ষামূলকভাবে গত ১ জুলাই থেকেই এ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে৷

বিশেষজ্ঞরা বলছেন, এ পদ্ধতির সঠিক প্রয়োগের মাধ্যমে অর্থপাচার বন্ধ করা সম্ভব৷ দুর্নীতি বন্ধে কোনো পদ্ধতি চালু করলে এর সঙ্গে সম্পৃক্তদের সততার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা ৷