বাংলাদেশ ব্যাংক

দৈনিক বার্তা-ঢাকা,৪আগষ্ট : চলতি বছরের জুলাই মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে-জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেঙ্ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান৷ এ মাসে রেমিটেন্স এসেছে ১৪৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার৷ 

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত মাসে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা তাদের স্বজনদের কাছে বেশি রেমিটেন্স পাঠিয়েছে৷ এ উত্‍সবকে সামনে রেখে প্রতিবছর প্রবাসীরা এ সময়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে থাকে৷  জুলাইয়ে আহরিত রেমিটেন্স জুন মাসের তুলনায় ১৫ দশমিক ১৯ শতাংশ বেশি৷ আর গতবছরের জুলাই মাসের তুলনায় ১৯ দশমিক ৬৭ শতাংশ বেশি৷ এর আগে মাসিক সবের্াচ্চ রেমিটেন্স এসেছিল ২০১২ সালের অক্টোবর মাসে ১৪৫ কোটি ৩৬ লাখ ডলার৷  এদিকে চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯৩ কোটি ৮০ লাখ ডলার যা গতবছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ বেশী৷ গতবছর একই সময়ে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল ৮২৯ কোটি ৭৮ লাখ ডলার৷ 

বাংলাদেশ ব্যাংকের ফরেঙ্ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান জানান, জেুলাইয়ে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে বাংলাদেশে৷ এক মাসের হিসাবে এই পরিমাণ রেমিট্যান্স আগে কখনো আসেনি৷ এদিকে, ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ আগের বছরের চেয়ে কমে যায়৷ সেটি ছিল প্রথমবারের মতো ঋণাত্মক প্রবৃদ্ধি৷ এর পরিমাণ ছিল এক হাজার ৪২২ কোটি ডলার৷ সোমবার বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত (রিজার্ভ) বৈদেশিক মুদ্রার পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ১৪০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা৷