04-08-14-PM
দৈনিক বার্তা-ঢাকা,৪আগষ্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ উদ্ধারে সর্বাত্মক তত্‍পরতা নিশ্চিত করার জন্য সংশিস্নষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন৷ সেনা, নৌবাহিনী, র্যাব, কোস্ট গার্ড, ফায়ার ব্রিগেড ও বিআইডবিস্নউটিএর সংশিস্নষ্ট সকলকে এ ব্যাপারে কোনো ধরনের অবহেলা না করে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ-খবরও রাখছেন তিনি৷ 

প্রধানমন্ত্রীর নির্দেশে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ঘটনাস্থলে পৌঁছেছেন৷ উদ্ধারকারী জাহাজ রম্নসত্মম এরই মধ্যে উদ্ধার অভিযানে রওয়ানা দিয়েছে৷প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল একথা জানিয়ে বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার তত্‍পরতা অব্যাহত ও নির্বিঘ্ন রাখতে স্থানীয় প্রশাসনকেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷ 

সোমবার সকাল ১১টার দিকে মাওয়া ঘাটের ১০০ গজ দূরে লৌহজং চ্যানেলে প্রচন্ড স্রোতের তোড়ে ২৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়৷ লঞ্চটি কাওড়াকান্দি থেকে মাওয়া যাচিছলো৷ শেষ খবর পাওয়া পর্যনত্ম এই লঞ্চডুবিতে দুই জন নারীর মরদেহ উদ্ধার হয়েছে৷ শতাধিক যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার ব্রিগেডের ডুবুরীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে৷ 

এজন্য সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, কোস্ট গার্ড, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স এবং বিআইডবি্লউটিএসহ স্থানীয় প্রশানসকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে উদ্ধার কাজের সার্বক্ষণিক তদারকি করছেন নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান৷ 

নির্দেশ পেয়ে উদ্ধারকারী জাহাজ রুস্তম এরই মধ্যে মাওয়ার পথে রওনা হয়েছে বলেও জানান শাকিল৷ 

সোমবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার সময় নদীর লৌহজং টার্নিং পয়েন্টে তীব্র স্রোতের মধ্যে পিনাক-৬ নামে লঞ্চটি ডুবে যায়৷লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন বলে স্থানীয়রা জানায়৷ বিকাল পর্যন্ত দুটি লাশ পাওয়া গেছে, জীবিত উদ্ধার করা হয়েছে অর্ধশত যাত্রীকে৷