inu2
দৈনিক বার্তা-ঢাকা,৪আগষ্ট : জাতীয় সমপ্রচার নীতিমালা বিকাশমান সমপ্রচার মাধ্যমকে সঙ্কুচিত করবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় সমপ্রচার নীতিমালা, ২০১৪ এর খসড়া অনুমোদনের পর সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী৷ 

বিকাশমান সমপ্রচার মাধ্যমকে গতিশীল করার জন্য সমপ্রচার নীতিমালা করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে সঙ্কুচিত করার জন্য নীতিমালা করা হয়নি৷ বিদ্যমান যে সব আইনে সমপ্রচার গণমাধ্যম পরিচালিত হচ্ছে সেগুলো সমন্বিত করে নীতিমালা তৈরি করা হয়েছে৷ 

গত কয়েকদিন বিভিন্ন গণমাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য সমপ্রচার নীতিমালা নিয়ে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে তা সঠিক নয়, দাবি করে ইনু বলেন, সমপ্রচার মাধ্যমকে একটি গতিশীল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার জন্য এই নীতিমালা করা হয়েছে৷ 

সমপ্রচার নীতিমালাকে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, এটা গণমাধ্যম জগতে নতুন দিন উন্মোচনকারী পদক্ষেপ৷ বিকাশমান সমপ্রচার জগত গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে৷ বহুবাদ ও বৈচিত্র বজায় থাকবে৷ 

নাগরিক স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে, বলেন তথ্যমন্ত্রী৷নীতিমালায় সমপ্রচার আইন এবং একটি সমপ্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছে৷ তথ্য মন্ত্রণালয় গেজেট প্রকাশের পর তা কার্যকর শুরু হবে৷ 

আগামী ৪৮ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করা হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এরপর আইন তৈরি এবং সমপ্রচার কমিশন গঠন করা হবে৷কতো দিনের মধ্যে আইন তৈরি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, কয়েক মাস সময় লাগবে৷ 

প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয় অথবা সামপ্রদায়িক বিদ্বেষ ছড়ায়, এমন বিষয় প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে টেলিভিশন ও রেডিওর জন্য নীতিমালা অনুমোদন করেছে সরকার৷এতে টক শোতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন না করার কথা উল্লেখ করা হয়েছে৷ একই সঙ্গে বেতার ও টিভির লাইসেন্স দেওয়ার বিধানও রাখা হয়েছে৷ 

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ওই অনুমোদন দেওয়া হয়৷ বৈঠকের পরে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, সরকারি ও বেসরকারি টিভি দুটোর ক্ষেত্রেই ওই নীতিমালা কার্যকর করা হবে৷ কমিশন গঠন না হওয়া পর্যন্ত সমপ্রচার নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব তথ্য মন্ত্রণালয় পালন করবে৷ টিভি, রেডিওর মাধ্যমেপ্র্রচারিত সংবাদকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনতে এটি প্রণয়ন করা হয়েছে বলে তিনি জানান৷ 

বেসরকারি টেলিভিশনের প্রতিনিধিরা তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সমপ্রচার মাধ্যমের স্বাধীনতা যাতে সংকুচিত না হয়, তার ওপর জোর দেন৷ নীতিমালার বিভিন্ন ধারা নিয়ে বেসরকারি টিভির প্রতিনিধিদের মধ্যে অস্বস্তি ছিল৷ এর মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো বাহিনীর প্রতি কটাক্ষ বা অবমাননাকর দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না, অপরাধীদের দণ্ড দিতে পারেন এমন সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করার মতো দৃশ্য বা বক্তব্যও প্রচার করা যাবে না, জনস্বার্থ বিঘি্নত হতে পাওে এমন কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা প্রচার করা যাবে না প্রভৃতি৷ তবে এসব ধারাসহই নীতিমালার খসড়াটির অনুমোদন দেওয়া হয়েছে৷