Fredom Minister Mozammelদৈনিকবার্তা-ঢাকা,১৯ আগষ্ট: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হয়ে দেশ পরিচালনা করেছেন৷ তিনি পরোক্ষভাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত৷ জিয়ার এসব অপকর্মের মরণোত্তর বিচার হবে৷আকম মোজাম্মেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্‍ বার্ষিকী উপলক্ষে আজ সকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷স্ব্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আবদুর মান্নান চৌধুরী৷

প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোসত্মাফিজুর রহমান৷ বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান, অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী, অধ্যক্ষ আবদুর রশিদ প্রমুখ৷ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আকম মোজাম্মেল হক বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশের রাজনীতিকে সবচেয়ে বেশি কলুষিত ও কলংকিত করেছেন৷ তিনি বাংলাদেশে কেনা-বেচার রাজনীতি চালু করেন৷ তিনি বহু ত্যাগী নেতার জীবন ধ্বংস ও ক্ষতি করেছেন ৷

তিনি বলেন, বাংলাদেশকে জিয়া পাকিসত্মান বানানোর চেষ্টা করেছেন৷ তাকে একজন বাইচান্স মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করে আকম মোজাম্মেল বলেন, ক্ষমতায় বসে যে অন্যায় অপকর্ম জিয়া করেছেন, সেজন্য তার মরণোত্তর বিচার হওয়া উচিত৷

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ঘটনা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে৷তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করা হচ্ছে৷ দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে তাদের মর্যাদা পান, সেজন্য কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে৷

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোসত্মাফিজুর রহমান বলেন,বঙ্গবন্ধুর খুনিদের সাথে কোন আলোচনা করা উচিত নয়৷ জাতীয় শোক দিবসে যারা মিথ্যা জন্মদিন পালনের নামে আনন্দ করে তাদের সাথে কোন আলোচনা হতে পারে না৷তিনি বলেন, জিয়াউর রহমান ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন করে প্রমাণ করেছেন- তিনি এই হত্যার সাথে জড়িত ও ষড়যন্ত্রকারী৷ সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ থাকতে হবে৷