cabinet_81491_0দৈনিকবার্তা,২৫ আগস্ট: বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন আইন ২০১৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ সংশোধন আইনের খসড়া অনুমোদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এছাড়া বৈঠকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৪ এর খসড়াও অনুমোদন করা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, বিদ্যুতের চাহিদা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। সংশোধনের ফলে ২০১৮ সাল পর্যন্ত আইনটির কার্যকারিতা থাকবে।
বৈঠকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৪ এর খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা‑ একথা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব জানান, এই আইনের বলে স্বাস্থ্য সচিবকে প্রধান করে একটি কাউন্সিল ও একটি নির্বাহী কমিটি গঠন করা হবে।