1st-Hajj-Flightদৈনিকবার্তা,২৫আগস্ট:আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ২০১৪সালের হজ পালনকারীদের প্রথম ফ্লাইট৷ এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ মানুষের হজ পালনের কথা রয়েছে৷ ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইচ্ছুকদের ভিসাসহ সব কার্যক্রম সমাপ্ত হয়েছে৷সোমবার দুপুরে জেদ্দা বাংলাদেশ কনসু্যলেটের কনসাল (হজ) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন৷তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইচ্ছুকদের ভিসা ইতোমধ্যে হয়ে গেছে৷ বেসরকারি ব্যবস্থাপনায় হজে আসতে আগ্রহীদের ভিসা প্রক্রিয়াকরণও শুরু হয়েছে৷

তিনি আরো বলেন,এ বছর বাংলাদেশি হাজিদের জেদ্দা,মক্কা ও মদীনায় সহযোগিতা করার জন্য প্রশাসনিক, আইটি ও একটি মেডিকেল টিম মঙ্গলবার জেদ্দায় পৌঁছাবেন৷তিনি বলেন, মেডিকেল টিমে রয়েছেন ১৮০ জন, প্রশাসনিক টিমে ৩৫ জন এবং আইটি টিমে রয়েছেন ২০ জন সদস্য৷ তারা মঙ্গলবার থেকে হজের সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত জেদ্দা, মক্কা, মদীনা, মিনা ও তায়েফে অবস্থান করবেন

অপর একটি সূত্র জানান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহা. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেদ্দা বিমান বন্দরে হজ পালন করতে আসা বাংলাদেশিদের স্বাগত জানাবেন৷ এসময় সৌদি সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও সেখানে উপস্থিত থেকে বাংলাদেশি হাজিদের স্বাগত জানানোর কথা রয়েছে৷এদিকে হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসলমানদের যাতে জেদ্দা বিমান বন্দরে এসে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে না হয় সেজন্য আগে থেকে সব এজেন্সিকে তাদের যাত্রীদের জন্য বাসের টিকিট সরবরাহ করা হয়েছে৷

একই সঙ্গে হজ মিশন থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে স্টিকার জাতীয় টিকিটগুলো যাত্রীদের পাসপোর্টে সংযুক্ত করে দেওয়ার৷ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হবে৷জানা যায়, ১৬০৫ জন সরকারি ও ৯৭হাজার ২২৫ জন বাংলাদেশি বেসরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজ পালন করবেন৷