Mujibul Haqueদৈনিকবার্তা-ঢাকা,২৬আগষ্ট: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন,বিএনপি চেয়ারপার্সনবেগম খালেদা জিয়ার জন্মদিন প্রশ্নবিদ্ধ৷কারণ একজন মানুষের কখনোই একাধিক জন্ম তারিখ থাকতে পারেনা, কিন্তু খালেদা জিয়ার জন্মদিন তিন ধরনের৷
তিনি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়বাংলা সাংবাদিক মঞ্চ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন৷সংগঠনের সভাপতি জয়ন্ত আচার্য্যের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (ডিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল৷ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, এডভোকেট সানজিদা খানম, জয়বাংলা সাংবাদিক মঞ্চের উপদেষ্টা ও ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, বিএফইউজেরযুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার ও ডিইউজের সাবেক সাধারন সম্পাদক শাবান মাহমুদ৷
মন্ত্রী বলেন, ‘আজ বাঙালি জাতি অবাক হয় যখন ১৫ আগস্ট শোকের দিনে খালেদা জিয়া ইচছাকৃতভাবে তার জন্মদিন পালন করেন৷ তিনি নিজে জন্মদিনের একটি তারিখ বলেন, নেতাকর্মীরা অন্যটি বলেন এবং সার্টিফিকেটে দেয়া আছে আরেকটি৷ এটা দেখে জাতির লজ্জা হয়৷সভায় মন্ত্রীর কাছে কমলাপুর রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি স্থাপনের আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ৷ এ সময় স্টেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার একটি প্রতিকৃতি স্থাপন করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন৷
সভায় ডিএফইউজে’র সভাপতি মঞ্জুরম্নল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার সুযোগ থাকলেও যখন কেউ দেশের বিরুদ্ধে লিখবে তাদেরকে যদি আঘাত করা হয় তাহলে কি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় আঘাত করা হবে?তিনি বলেন, সামপ্রদায়িক উস্কানি দিলে তাদের বিরুদ্ধে কথা বললে গণমাধ্যমে আঘাত হানা হবে না৷ সুতরাং সাংবাদিকদের জন্য একটি নীতিমালার অবশ্যই প্রয়োজন রয়েছে৷