38452_masudদৈনিকবার্তা-ঢাকা,২৬আগষ্ট:গাড়ি ভাংচুর ও জনমনে ত্রাস সৃষ্টি করায় মতিঝিল থানায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলায় জামায়াতের নির্বাহী সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ও শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনসহ ১৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত৷
মঙ্গলবার চার্জ গঠনের ওপর শুনানি শেষে ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ চার্জ গঠন করেন৷আগামী ১২ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে৷

রাজধানীর মতিঝিলে গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের একটি মামলায় জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলওয়ার হুসেনসহ ১৫৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত৷গত বছর ১২ ফেব্রুয়ারি মতিঝিলে গাড়ি ভাংচুর ও হাতবোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে মতিঝিল থানায় দ্রুত বিচার আইনে ১৫৪ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে পুলিশ৷তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ১৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন৷

এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর ফজলে রাবি্ব খোকা বলেন, অভিযোগ গঠনের সময় শফিকুল ইসলাম মাসুদসহ ৯৯ জন আসমি আদালতে হাজির ছিলেন৷ বাকিরা পলাতক৷২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর মতিঝিলে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করে জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে এ মামলাটি দায়ের করা হয়৷