imagesযোগাযোগমন্ত্রী জানান, সেতু নির্মাণের জন্য নদী শাসনের কাজ খুব শিগগিরই শুরু হবে
দৈনিকবার্তা ঢাবি প্রতিনিধি,২৫আগষ্ট: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু নির্মাণ শুরুর আগে একটি সিন্ডিকেট সেতু হবে না বলে অপপ্রচার চালিয়েছে। তাদের মুখে ছাই দিয়ে পদ্মাসেতুর নির্মাণ শুরু হয়েছে। এখন একটি গোষ্ঠী আবার পদ্মাসেতু প্রকল্পে লোক নিয়োগ দেওয়ার কথা বলছে।’পদ্মাসেতুতে নিয়োগের নামে প্রতারণার চেষ্টা চলছে’
যোগাযোমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় তিনি জানান, সেতু নির্মাণের জন্য নদী শাসনের কাজ খুব শিগগিরই শুরু হবে।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘একটি গোষ্ঠী বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে,অফিস খুলে বসেছে পদ্মা সেতুতে লোক নিয়োগের কথা বলে। বিদেশগামী যাত্রীদের কাছ থেকে এক হাজার টাকা করে অনুদান নিতেও সিন্ডিকেট বসেছে।’ এসব প্রতারক গোষ্ঠী সম্পর্কে জনগণকে সচেতন থাকার আহবান জানান তিনি।
সেতু নির্মাণে লোক নিয়োগের ক্ষেত্রে সরকারের কেউ জড়িত নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দফতর, যোগাযোগ মন্ত্রণালয়, সেতু বিভাগ- কেউই সেতুর কাজে লোক নিয়োগ দেবে না। যেসব কোম্পানি কাজ পেয়েছে তারাই লোক নিয়োগ দেবে।’
আলোচনা সভায় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বারবার আন্দোলনের হুমকি দিয়ে জনসমর্থনহীন হয়ে পড়েছে। এখন শরীকরাও তাদের সাথে নেই।’
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘আগে নিজের ঘর সামলান।’