Moin Khanদৈনিকবার্তা-ঢাকা,২৬আগষ্ট: বর্তমানে বাংলাদেশের রাজনীতি বলে কিছু নেই৷আওয়ামী লীগ মনে করে বাংলাদেশ জনগণের নয়, কারও পৈত্রিক সম্পত্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান৷ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম ও বিচার বিভাগ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান দাবি করেন, বিএনপি নয় আওয়ামী লীগই চিন্তিত৷ কারণ আমরা আন্দোলন না করতে পারলে তাতে আওয়ামী লীগের খুশি হওয়ার কথা ছিল৷ কিন্তু তারা চিন্তিত বলেই নানা কথা বলছে৷মঈন খান বলেন, আওয়ামী লীগ বলছে বিএনপি ট্রেন মিস করেছে৷ আর বিএনপি যদি ট্রেন মিস করে থাকে তাহলে আওয়ামী লীগের তো খুশি হওয়ার কথা৷ কিন্তু তাহলে কেন তারা চিত্‍কার করছে৷

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কী তা জানে না৷ তারা জানে দেশ তাদের বাবার৷সংসদকে ভুয়া আখ্যা দিয়ে মঈন বলেন,৫জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন নয় ভোটবিহীন হয়েছে৷ এ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সে সংসদ ভুয়া আর ওই সংসদে যে সরকার বসেছে সেই সরকারও ভুয়া৷

তিনি আরো বলেন,আজকে সরকার নিজেদের ক্ষমতাবান দাবি করে যে হুংকার দিচ্ছে এটা তাদের শক্তির হুংকার না৷ এটা দুর্বলাতার হুংকার৷ যখন কেউ নিজেদের দুর্বল মনে করে তখন সে নানা আইন ও নীতি করে নিজেদের শক্তি দেখাতে চায়৷ মঈন খান বলেন, দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এখন জানমালের রক্ষা করা৷ বিএনপির ওপর মানুষের অনেক আস্থা রয়েছে৷ তারা মনে করছে বিএনপিই তাদের মুক্তির সনদ দিবে৷তিনি আরও বলেন, বিএনপির শক্তি কোনো সংগঠন নয়, বাংলাদেশের মানুষই তাদের শক্তি৷

অন্যদিকে আওয়ামী লীগের শক্তি সংগঠন হতে পারে৷ তারা যেপথে হাটে বিএনপি সে পথে হাটে না৷

বর্তমান সরকার সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করছে৷ সাংবাদিকরা যদি এর প্রতিবাদ আগেই করতো তাহলে এ অবস্থা হতো না৷এটি নিয়ন্ত্রণ নয় বরং দমন নীতিমালা জানান মঈন খান৷সরকার বন্দুকের নল দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে উল্লেখ করে তিনিবলেন,ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হতে পারে না৷ সংসদে যেহেতু জনগণের প্রতিনিধি নেই তাই সরকার বন্দুকের নল দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে৷

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান বলেন,আওয়ামী লীগ বর্তমানে রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত৷ তাদের মূল লক্ষ হল দেশের মাটি বিক্রি করে অন্য দেশে নিজেদের ঘাঁটি বানাবে৷

তিনি বলেন, যেভাবে দেশে দুর্নীতি, গুম, হত্যা চারদিকে চলছে, তার কোনো বিচার এই সরকার করছে না৷ কারণ তারা অবৈধ সরকার বিচার করার সাহস তাদের নেই৷সভায় সংগঠনের সভাপতি আবু নাসের রহমত উল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ৷