images33দৈনিকবার্তা নিজস্ব সংবাদদাতা-গাজীপুর, ২৭আগস্ট: মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাবিস্নউ মজেনা বলেছেন, আমি বিশ্বাস করি চামড়াজাত দ্রব্য রপ্তানী করে বাংলাদেশ একদিন এশিয়ার বাঘে পরিণত হবে৷ থাইল্যান্ড ও মালয়েশিয়ার মত বাংলাদেশও অর্থনৈতিক সমৃদ্ধ একটি দেশে পরিণত হবে৷ আর এভাবেই চামড়াজাত দ্রব্য রপ্তানী করে বাংলাদেশ একদিন পৃথিবীর সেরা রপ্তানীকারক দেশে পরিণত হবে৷ তবে তা সম্ভব হবে কারখানায় আধুনিক প্রযুক্তি, গুণগত মান ও কাজের যথার্থ পরিবেশ রৰার মাধ্যমে৷ বাংলাদেশের চামড়াজাত পণ্য শিল্প আনত্মর্জাতিক মানে পৌছবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন৷ তিনি বুধবার গাজীপুরের কুনিয়ায় ফরচুনা গ্রম্নপের একটি চামড়াজাত পণ্য তৈরীর কারখানা পরিদর্শণে এসে এসব কথা বলেন৷ মার্কিন রাষ্ট্রদূতের পরিদর্শনকালে ফরচুনা গ্রপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আবু তাহের, প্রধান নির্বাহী ফয়েজ তাহের, পরিচালক ফয়সাল তাহেরসহ কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷