তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

দৈনিকবার্তা -নিউজ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া পাকিসত্মান, মোশতাক ও জেনারেল জিয়ার মতই ধর্ম নিয়ে রাজনীতি করেন৷ প্রতিপক্ষকে মেরে ফেলার চক্রানত্ম করেন৷ তিনি বলেন, পনের আগস্টের খুনের সাথে মোশতাক ও জেনারেল জিয়া জড়িত৷ ওই মর্মানত্মিক ঘটনার সঙ্গে আওয়ামী লীগ বা জাসদের কোন সম্পর্ক নেই৷ বেগম জিয়া মিথ্যাচার করে জনগণকে প্রকৃত ইতিহাস থেকে দুরে সরিয়ে আনার চেষ্টা করছেন৷

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডায়েরিয়া ওয়ার্ড পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন৷ উলেস্নখ্য, গত এক সপ্তাহ ধরে হঠাত্‍ করেই কুষ্টিয়ায় ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে৷ সাত দিনে এ পর্যনত্ম প্রায় ৮শ রোগী চিকিত্‍সা নিয়েছে৷ তথ্যমন্ত্রী ইনু বলেন, খালেদা জিয়ার ইচ্ছা-অনিচছার উপর বর্তমান মহাজোট সরকারের থাকা না থাকা নির্ভর করছে না৷ মহাজোটের ৰমতায় থাকার বিষয়টি নির্ভর করছে ১৬ কোটি জনগণের উপর৷

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইনু বলেন, বেগম জিয়া আন্দোলনতো দুরের কথা, আগে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করম্নণ৷ হত্যা, খুন, দুর্নীতির মামলা থেকে নিজেকে বাঁচাবার জন্য মন্ত্রী তাকে উকিল-ব্যারিষ্টার ধরারও পরামর্শ দেন৷ হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আজিজুন নাহার, মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ এস এম মুসতানজীদ, সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফ উল হক দারা, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকার সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (তদনত্ম) সোহেল রেজা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ হাসপাতালের চিকিত্‍সক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷

বৈরী আবহাওয়ার কারণে মন্ত্রী কুষ্টিয়ায় ব্যাংক এশিয়ার ৮৭ তম শাখার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন কুষ্টিয়া সার্কিট হাউস লাউঞ্জে৷ পরে মন্ত্রী দুপুর ১২ টায় কুষ্টিয়া মিরপুর উপজেলা মাহমুদা ডিগ্রী কলেজ মিলনায়তনে কৃষি সেবা পেতে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ এবং দুপুর ২টায় বিল আমলা, পাহাড়পুর ও দর্গাপাড়া গ্রামে বিদু্যতায়ন কাজের উদ্ধোধন করেন৷