বেনাপোল বন্দর -BENAPOLE-BANDAR

দৈনিকবার্তা -বেনাপোল (যশোর) : বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে এক মানিচেঞ্জার ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা মারধর করে৷ এ ঘটনার প্রতিবাদে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে৷বৃহস্পতিবার দুপুর ২টায় পেট্রাপোল বন্দরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এক হয়ে প্রতিবাদ ও বিচারের দাবিতে আমদানি-রপ্তানি পণ্য প্রবেশ দ্বার বন্ধ করে দেয়৷

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, পেট্রাপোল বন্দর এলাকায় আসা যাওয়া নিয়ে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর সঙ্গে বিএসএফ সদস্যের কথা কাটাকাটি হয়৷ একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাকে ধরে মারধর করে৷ পরে ব্যবসায়ী সংগঠনের নেতারা বিচারের দাবিতে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেয়৷  বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক ও চেকপোস্ট বিজিবির ইনচার্জ নায়েব সুবেদার হাফিজ উদ্দিন সন্ধ্যা ৭টায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন৷ বেনাপোল ও পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীদের স্বার্থ সংশিষ্ট কোনো ঘটনা ঘটলে প্রতিবাদ জানাতে তারা বাণিজ্য বন্ধ করে দেয়৷ এতে সরাসরি বিরুপ প্রভাব পড়ছে আমদানি-রপ্তানি বাণিজ্যের উপর৷ এসব সমস্যা নিয়ে প্রতি মাসে মাঝেমধ্যেই এ পথে বাণিজ্য বন্ধ থাকছে৷ এতে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি বাণিজ্য৷