hasina-6-e1407913550462

দৈনিকবার্তা-ঢাকা ৩০, আগস্ট: জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার মঞ্চ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এ উপলক্ষে মঞ্চের চারদিকে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্ত্বায় নিয়োজিত আছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবসের আলোচনা সভার মঞ্চটি গ্লাস টাওয়ারের সামনে ও সুপ্রিমকোর্টের মুখোমুখি ভাবে প্রস্তুত করা হয়েছে।