Husain Mohammad Arshadদৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ৩০আগষ্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, রাজনীতি আর ধর্ম এক নয়৷ ধর্ম মানুষকে ভালবাসতে বলেছে৷ আমি মানুষকে ভালোবাসি৷

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বন্দর সাবেক রেল স্টেশন সংলগ্ন কুতুববাগ দরবার শরীফের জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷এরশাদ বলেন, এদেশে ইসলাম কায়েম করতে হবে৷ তাই আমার হাতকে শক্তিশালী করুন আমি দেশে ইসলাম কায়েম করবো৷ জালেমদের হাত থেকে এদেশের মানুষকে মুক্ত করতে হবে৷

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ২০০৮ সালের জানুয়ারির নির্বাচনের আগে তারেক রহমান বলেছিল আমার কোমরে রশি বেঁধে আমাকে লাঠিপেটা করবে৷ খালেদা জিয়া বলেছিল আমার ঠিকানা হবে জেলে৷ তারা মনে করেছিল আমি জীবিত বের হয়ে আসতে পারবোনা৷

তিনি বলেন, তারা বলেছিল জেল থেকে আমার লাশ বের হবে৷ কিন্তু আমি লাশ হইনি৷ আমি জীবিত হয়ে রাজনীতির মাঠে ফিরে গিয়েছি৷ আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো৷ আর আপনারা দেখেছেন তারেক রহমানের বর্তমানে কি অবস্থা হয়েছে৷

তিনি বলেন, তারেক রহমানই হল বিএনপির বড় সমস্যা৷ বিএনপি ক্ষমতায় আসলে তারেকই হবে প্রধানমন্ত্রী৷ কিন্তু দলের কেউই তারেককে চায় না৷এসময় আওয়ামী লীগ ও বিএনপির শতাধিক কর্মী এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করে৷

কুতুববাগ দরবার শরীফের পীর জাকির শাহ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী মো. হাসানুল হক ইনু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, কুমিল্লা-২ আসনের এমপি আমীর হোসেন ভূইয়া, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন, জাতীয় পার্টির সাবেক এমপি শফিকুল ইসলাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজনীন প্রমুখ৷