28595-ganjamemory

দৈনিকবার্তা-ঢাকা, ৩০আগষ্ট: স্মৃতিশক্তি বাড়ায় গাঁজা! স্মৃতিশক্তি বাড়ায় গাঁজা! বয়স হলে স্মৃতিশক্তি লোপ পাওয়ার উদাহরণ রয়েছে সারা বিশ্বে। ডায়বেটিস, স্থূলতার মতোই বর্তমান সময়ের অন্যতম দুশ্চিন্তার বিষয় অ্যালঝেইমার (স্মৃতিভ্রম)। এই অসুখের চিকিৎসা এখনও অজানা। তবে সম্প্রতি একদল গবেষকের দাবি, গাঁজার মধ্যে খুব কম পরিমাণে থাকা ডেল্টা-৯-টেট্রাহাইড্রোক্যানাবিনল বা টিএইচসি রুখে দিতে পারে অ্যালঝেইমারের বিস্তার।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিউরোসায়েন্টিস্টরা তাদের গবেষণায় দেখেছেন, বয়স্কদের মস্তিষ্কের অ্যামাইলয়েড বিটার পরিমাণ কমিয়ে দিতে পারে গাঁজা সেবন।

গবেষকরা বলেন, খুব কম পরিমাণে গাঁজা সেবনের ফলে ধরে রাখা যাবে স্মৃতিশক্তি। গবেষকরা এখন টিএইচসি-র মধ্যে ড্রাগ ককটেলের ব্যবহার নিয়ে গবেষণা করছেন। অ্যালঝেইমার রুখতে ক্যাফেইন বা ওই জাতীয় দ্রব্যের ব্যবহার নিয়েও গবেষণা চলছে। জার্নাল অব অ্যালঝেইমারস ডিজিসে প্রকাশিত হয়েছে গবেষণার রিপোর্ট।

তবে একই সঙ্গে নিয়মিত গাঁজা সেবনের ব্যাপারে সতর্কতা দিয়েছেন চিকিৎসকরা। কারণ অতিরিক্তি পরিমাণে গাঁজা সেবনের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উল্টো স্মৃতিশক্তি লোপ পেতে পারে। এ কারণে গাঁজা সেবনের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তারা।