30389_a

দৈনিকবার্তা-ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘তুই কি বঙ্গবন্ধুর একটা চুলের যোগ্য হবি রে? তুই তো একটা ফেরারি আসামি। বঙ্গবন্ধুর সমালোচনা করিস। তুই শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে লন্ডনে পালিয়ে গেছিস। সাহস থাকলে দেশে ফিরে আইনের সামনে দাঁড়া।’
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় খালেদা জিয়াকে বেয়াদব, অসভ্য, অথর্ব উল্লেখ করে সেলিম বলেন, ‘খালেদার মান-সম্মান বলে কিছু নেই। যদি থাকতো তাহলে ১৫ আগস্ট জন্মদিন পালন করতে পারতো না। একজন মানুষের কীভাবে তিনটি জন্মদিন থাকে আমি বুঝি না।’
১৫ আগস্ট জন্মদিন পালন করার জন্য বাংলার মানুষই একদিন তার জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন।
বিশ্ব মানবাধিকার সংস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশে কিছু হলেই মানবাধিকারের ধোয়া তুলেন। বঙ্গবন্ধুর খুনিরা আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে পালিয়ে আছে। আমি আইন-টাইন বুঝি না, তাদের ফিরিয়ে দেন।’
এ সময় তিনি বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে জাতিসংঘের কাছে অনুরোধ জানান।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভামঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ নেতারা মঞ্চে উপস্থিত আছেন।