image_83421.hd-

দৈনিকবার্তা-অনলাইন ডেস্ক: হলিউডের অভিনেত্রী জেনিফার লরেন্স সম্পতি তাঁর ডেটিংয়ের কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন ইংলিশ অভিনেতা নিকোলাস হউলের সঙ্গে তাঁর ডেটিংয়ের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। নিকোলাস ও জেনিফার একত্রে ‘এক্স মেন’ সিনেমায় অভিনয় করেছেন। তাঁরা জানিয়েছেন, সিনেমাটির শুটিংয়ের সময় তাঁরা ব্যস্ত থাকায় উভয়েই একে অন্যকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সম্প্রতি জেনিফার লরেন্সের আঙুলে একটি বাগদানের আংটি দেখা গেছে। এটি অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে যে, তাদের এ সম্পর্ক কি গাঁটছড়া বাঁধার দিকে যাচ্ছে?
‘হাঙ্গার গেমস’ খ্যাত তারকা জেনিফার বলেন, ব্যস্ততার জন্য একে অপরের জন্য পাগল হওয়ার সময় পাইনি। এ কারণে একে অন্যের টেক্সট ম্যাসেজেরও জবাব দেওয়া হয়নি।
২৩ বছর বয়সী এ অভিনেত্রী জানান, তাঁরা পরে একে অন্যের প্রতি আগ্রহী হয়ে উঠেন এবং এক শহরে থাকলে কী হতো তা নিয়ে আলোচনা করেন।
নিকোলাসের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন জেনিফার লরেন্স!

image_83421_0.jlaw1