ladymp_83234_0দৈনিকবার্তা-ঢাকা, ০৩ সেপ্টেম্বর: আওয়ামী লীগে যোগ দিলেন সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্রভাবে নির্বাচিত দশম সংসদের তিন সদস্য। এই তিনজন হলেন- নূর জাহান বেগম, কাজী রোজী ও উম্মে রাজিয়া কাজল। আওয়ামী লীগে যোগ দিলেন তিন নারী সাংসদএরা হলেন, স্বতন্ত্র সাংসদের জোটের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত নূর জাহান বেগম, কাজী রোজি ও উম্মে রাজিয়া কাজল

সংসদ সচিবালয়ের একটি সূত্র দৈনিকবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি সংসদের প্রথম দুটি অধিবেশনে তারা স্বতন্ত্র হিসেবে থাকলেও, সম্প্রতি শুরু হওয়া তৃতীয় অধিবেশনে ক্ষমতাসীন দলে অন্তর্ভুক্ত হলেন।
সোমবার দশম সংসদের তৃতীয় অধিবেশন শুরু আগেই রোববার এক চিঠিতে নির্বাচন কমিশন সচিবকে বিষয়টি অবগত করেন সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সহকারী সচিব শওকত আকবর।

দশম সংসদের ১৬ জন স্বতন্ত্র সাংসদের জোট থেকে মনোনয়ন পেয়ে নূর জাহান বেগম, কাজী রোজি ও উম্মে রাজিয়া কাজল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হন।