গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি
দৈনিকবার্তা-বিনোদন প্রতিবেদক-ঢাকা : পৃথিবীর নতুন রক্ষাকর্তা তারা। আর তাদের দেখা যাবে ঢাকায়! না, বাস্তবে নয়। ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ ছবির মাধ্যমে এই ত্রাণকর্তাদের দেখা যাবে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সের পর্দায়। ক্রিস প্র্যাট, জোয়ি সালদানা, ভিন ডিজেল, ডেভ বাতিস্তা, ব্র্যাডলি কুপার অভিনীত হলিউডের এ ছবিটি আগামী শুক্রবার থেকে প্রদর্শন হবে সিনেপ্লেক্সে। ছবিটি পরিচালনা করেছেন জেমস গান।

গত ১ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’। ছবিটি মুক্তির প্রথম দিন শুধু টিকিট বিক্রি থেকেই আয় করে ১ কোটি মার্কিন ডলার, যা এ বছর মুক্তি পাওয়া অন্য সব ছবির চেয়ে বেশি।

এছাড়া চলতি বছরের সুপারহিরো ছবিগুলোর তুলনায় ব্যবসার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’। মুক্তির প্রথম সপ্তাহে ‘গার্ডিয়ান’রা তুলে এনেছে ৯ কোটি মার্কিন ডলার, যা মারভেলের অন্য দুই ছবি ‘এক্স মেন: ডেজ অব দ্য ফিউচার পাস্ট’ এবং ‘দ্য অ্যামাজিং স্পাইডার ম্যান টু’র রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ১৭ কোটি মার্কিন ডলার বাজেটের এ ছবিটি মোট আয় ৫০ কোটির বেশি।

‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ হলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের দশম কিস্তি। এর গল্পে দেখা যায়, মা-হারা মহাকাশ অ্যাডভেঞ্চারার কুইলের পেশা হলো চুরি। এক রহস্যময় গোলাকার বস্তু চুরির পর ঝামেলায় পড়ে সে। অশুভ শক্তির দল সে বস্তুটি পেতে চায়। শুরু হয় আক্রমণ, পাল্টা আক্রমণ।

২ ঘণ্টা ২ মিনিট ব্যাপ্তির ছবিটি মুক্তি দিয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিও মোশন পিকচার্স।