bnp_bg_711836891_28015

দৈনিকবার্তা-ঢাকা, ৩সেপ্টেম্বর: দুদকের করা দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতা-কর্মীরা৷এ সময় পুলিশ-সাংবাদিক ও বিএনপি নেতাকর্মী সহ কমপক্ষে ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে৷বুধবার দুপুরে বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে খালেদা জিয়া প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে৷

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আদালতে হাজির হওয়ার পর বাইরে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়লে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়৷

বুধবার বেলা ১টার পর ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা তৃতীয় মহানগর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসের বাইরে এ ঘটনা ঘটে৷ওই আদালতেই জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে,যে মামলা দুটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান অভিযুক্ত আসামি৷

খালেদা জিয়ার আসার খবরে নেতাকর্মীরা দুপুরের আগে আলীয়া মাদ্রাসা সড়কের দুই পাশে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকেন৷ বিএনপিপন্থি জ্যেষ্ঠ আইনজীবী ও দলের শীর্ষ নেতারাও আদালতে উপস্থিত হন৷ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালত ও আশেপাশের এলাকায় সকাল থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করার পাশাপাশি প্রবেশ পথে বসানো হয় আর্চওয়ে৷

নিরাপত্তার স্বার্থে চকবাজার থেকে বকশীবাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ বেলা ১টার দিকে খালেদা গাড়ি েেথকে নেমে ভেতরে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়৷ এ সময় আদালতের বাইরে থাকা বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছোড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়৷এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে এবং টিয়ার শেল ছুড়ে বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়৷

পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, নিরাপত্তার স্বার্থে বিএনপিকর্মীদের তারা আদালতে প্রবেশ করতে দেননি৷

প্রত্যক্ষদর্শীরা জানান,বেলা ১টার দিকে খালেদা গাড়ি থেকে নেমে ভেতরে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়৷ এ সময় আদালতের বাইরে থাকা বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছোড়ে৷এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়ে যায়৷

এক পর্যায়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে৷ এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা ও বদরুন্নেসা কলেজের আশপাশের বিভিন্ন গলিতে৷পুলিশের ধাওয়া খেয়ে একদল বিএনপি কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করলে সেখানে তাদের ধাওয়া দেয় বুয়েটের ছাত্রলীগের কর্মীরা৷

প্রায় পৌনে এক ঘন্টাব্যাপী বিচ্ছিন্ন সংঘর্ষে সাংবাদিক-পুলিশ ও বিএনপি নেতাকর্মী সহ আহত হন কমপক্ষে ২০ জন৷ সব মিলিয়ে খালেদার আদালতে হাজিরা,হাজিরাকে কেন্দ্র করে পুলিশের কঠোর নিরাপত্তা অবস্থান এবং বিএনপি কর্মীদের সঙ্গে তাদের সংঘষের্র ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারী ও আশপাশের মানুষজনের মধ্যে৷

ঢাকা মেটোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদের আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি৷ এজন্য ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের ওপর হামলা করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা টিয়ারশেল ছুড়ি৷ তবে গুলি করার কথা অস্বীকার করেন তিনি৷এ সময় বিএনপি কর্মীদের হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছে দাবি করে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক৷