10629579_10152671516745798_2234368506541627348_n
দৈনিকবার্তা-ঢাকা,০৪ সেপ্টেম্বর: ভারতের কেন্দ্রীয় সরকারের নেয়া পদক্ষেপে ২০০ বছরেও গঙ্গা নদীর পানি বিশুদ্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তিন সপ্তাহের মধ্যে গঙ্গা পরিষ্কারের পদক্ষেপের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আদালতের কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ গঙ্গার পরিষ্কার কার্যক্রমকে অনেক বেশি আমলাতান্ত্রিক ও জটিলতাপূর্ণ মনে হওয়ায় দেশটির উচ্চ আদালতের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়। গত মঙ্গলবার নরেন্দ্র মোদি গঙ্গা পরিষ্কার কার্যক্রম সম্পর্কে কথা বলেন। এ সময় তিনি জানান, এ বছরের শেষের মধ্যেই এ সম্পর্কে একটি পরিকল্পনা পেশ করা হবে।

বুধবার আদালতের পক্ষ থেকে বলা হয়, ‘আপনাদের কার্য পরিকল্পনা দেখে মনে হচ্ছে গঙ্গাকে আগামী ২০০ বছরেও পরিষ্কার করা সম্ভব হবে না। আপনাদের উচিত এমন পদক্ষেপ নেয়া যাতে গঙ্গা তার হারানো পূণ্যময় মহিমা ফিরে পায়। জানি না আমরা তা দেখতে পারবো কি না, তবে আশা করি আগামী প্রজন্ম তা দেখতে পারবে।’