hu98nw11-e1404231184723দৈনিকবার্তা-ঢাকা,০৪ সেপ্টেম্বর: বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকের নাম আরিফুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং অনলাইন নিউজপোর্টাল এটিএন টাইমসের নিউজরুম এডিটর।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় আরিফ চারুকলা অনুষদে প্রবেশ করতে গেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রণো ও তার সঙ্গীরা আরিফকে বাধা দেয়।

এসময় আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাংবাদিক পরিচয় দিলে এই ছাত্রলীগ কর্মীরা তার উপর হামলা করে এবং ইট দিয়ে তার নাক-মুখ থেঁতলে দেয়।

আরিফকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে তার নাকে অস্ত্রপোচার করা হয়েছে বলে জানা যায়।

এর আগেও বিভিন্ন সময়ে ঢাবিতে ছাত্রলীগের হাতে সাংবাদিকদের মারধোরের ঘটনা ঘটে। জুলাই মাসেও ছাত্রলীগের সূর্য সেন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা ৭ সাংবাদিককে পিটিয়ে জখম করে। ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে ওই সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছিলো ছাত্রলীগ।