Mahbub-ul-Alam-Hanif1

দৈনিকবার্তা-কুষ্টিয়া,৬সেপ্টেম্বর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০০১ সালে হাওয়া ভবন থেকে জঙ্গিবাদের উত্থান হয়েছিল৷এ ইতিহাস সবাই জানে৷ এখন বাংলাদেশে আল-কায়েদার যে ঘাঁটি গড়ার কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে তারেক রহমানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বাভাবিক নয়৷

শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন৷ পদ্মার ভাঙনে কুষ্টিয়ার রামকৃষ্ণপুর ও মরিচা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এক হাজার ২০০ পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়৷

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন৷ বিএনপি প্রাতষ্ঠিত হবার পর থেকে আইএসআইয়ের দ্বারা পরিচালিত হয়ে আসছে৷ তারেক রহমানও আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করছে, তার তথ্যপ্রমাণ আছে৷তারেক জিয়া সমর্্পকে হানিফ বলেন, ৭৫ এর পরে আইএসআই’র দ্বারা বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল৷তাদের দ্বারাই দলটি পরিচালিত হয়ে আসছে৷দেশের সবাই জানে তারেক জিয়া আইএসআই’র এজেন্ট৷ এটি তথ্য প্রমাণের ভিত্তিতে বলা হয়েছে৷

হানিফ অভিযোগ করে বলেন, ফখরুল ইসলামরা বাম সংগঠন করতেন, আর বাম সংগঠনগুলো মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল৷ তাই ফখরুল ইসলামরা আজ বড় বড় কথা বললেও তাঁরা মুক্তিযুদ্ধ করেননি৷আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, এ কে খন্দকার নিজেই তাঁর বইয়ে লিখেছেন, বয়সের কারণে তাঁর চিন্তাশক্তি লোপ পেয়ে গেছে৷এ সুযোগ কাজে লাগিয়ে বাইরের কোনো অপশক্তি তাঁকে দিয়ে এই সমস্ত বিভ্রান্তিকর কথা লিখিয়েছে৷

একে খন্দকারের ‘১৯৭১:ভেতরে বাইরে বই নিয়ে হানিফ বলেন, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার জন্য, বিভ্রান্ত করার জন্য এ ধরনের পরিকল্পনা অতীতেও করা হয়েছিল৷ এখনও হচ্ছে৷ তারই অংশ হিসাবে ১৯৭১: ভেতরে বাইরে” বইটা৷ এই বইয়ে পরস্পর বিরোধী কথা রয়েছে৷ এই বইয়ে তথ্য উপাত্ত বা সনি্নবেশিত সুর্নর্িিদষ্ট কোনো তথ্য প্রমান নেই৷

২০০১ সালের পর দেশে যে জঙ্গীবাদের উত্থান হয়েছিল তা হাওয়া ভবনের মদদে হয়েছিল৷তারেক রহমান মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে দুবাইতে বৈঠক করেছিল৷তারেক রহমানের সঙ্গে নতুন করে আল কায়েদার সংযোগের মাধ্যমে বাংলাদেশে ঘাঁটি করার সিধান্ত আসতে পারে বা তার সঙ্গে যোগসূত্র থাকতে পারে৷ যোগসূত্র থাকেলে জাতির কাছে অস্বাভাবিক বলে মনে হবে না৷

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন,কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম৷ প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে নগদ টাকা, টিন ও চাল বিতরণ করা হয়৷