কাতারের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের দায়ে বিচারের সম্মুখীন মুরসি

দৈনিকবার্তা-ঢাকা : মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কাতারে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত দলিল-পত্র পাচারের দায়ে বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন। ইতোমধ্যেই কয়েকটি মামলায় ইসলামপন্থী সাবেক এই প্রেসিডেন্টের মৃত্যুদ-ের রায় হয়েছে। ২০১৩ সালে তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তার সমর্থকদের ওপর দমনপীড়ন চলে আসছে। এখন পর্যন্ত মুরসির নতুন বিচারের কোন তারিখ নির্ধারণ করা হয়নি। তার এক বছরের শাসনামলে তিনি তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ কাতারের কাছে রাষ্ট্রীয় স্পর্শকাতর দলিল-পত্র হস্তান্তর করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।