426434_492661350769474_834057701_nদৈনিকবার্তা-ঢাকা, ৬সেপ্টেম্বর: গণজাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, বাংলাদেশেও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার শাখা রয়েছে৷ জামায়াত ও হেফাজত এ দেশে আল কায়েদারই শাখা৷ এই ভিন্ন নামেই তারা বাংলাদেশে কর্মকাণ্ড চালাচ্ছে৷ গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকায় এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি এ সব কথা বলেন৷

যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীকে পুনর্বাসন করতে বিদেশি প্রতিনিধিদের পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি বুদ্ধিজীবীরা পর্যন্ত লবিষ্ট হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র৷ ডা. ইমরান এইচ সরকার বলেন, ভয়াবহ বন্যায় দেশের মানুষ দুর্ভোগে আছে৷ কষ্টে আছে৷ তবে রাজনৈতিক নেতারা তাদের পাশে দাঁড়াচ্ছেন না৷ তারা অপেক্ষা করছেন কখন গণহারে মানুষ মারা যাবে এবং তারা সেটা নিয়ে রাজনৈতিক বক্তব্য দেবেন৷

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত না হওয়ায় জনমনে শঙ্কা দেখা দিয়েছে৷ আর সরকার ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধাপরাধীদের সঙ্গে অাঁতাত করছে বলেও মন্তব্য করেন ইমরান এইচ সরকার৷

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশগুলোতে এবং সর্বশেষ ছাত্রলীগের ছাত্র সমাবেশেও যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি৷ এতে শঙ্কা আরও প্রকট হয়েছে৷

বারবার গণজাগরণ মঞ্চের ওপর আঘাত ও আক্রমণ হয়েছে উল্লেখ করে ইমরান এইচ সরকার বলেন, শত বাধা-বিপত্তি সত্ত্বেও গণজাগরণ মঞ্চ সব ধরনের বাধাকে উপেক্ষা করে এবং সব ধরনের অপচেষ্টাকে রুখে দিয়ে প্রস্তুত৷ আর এভাবেই জামায়াতে ইসলামী-যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করবার চেষ্টা রুখেতে গণজাগরণ মঞ্চ তার অবস্থানে সচল থাকবে৷ দেশে চলমান বন্যায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে জামালপুর জেলার ইসলামপুরে যাত্রাকালে তিনি ময়মনসিংহে এই পথ সভা করেন৷

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নরুল আমিন কালাম, মহিলা পরিষদ নেত্রী মাহমুদা ফেরদৌসি হেলেন ও গণজাগরণ মঞ্চের নেতা আব্দুর রব মোশাররফসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা৷