Planing Ministerদৈনিকবার্তা-ঢাকা, ৬সেপ্টেম্বর: সারাদেশের ডায়াবেটিস রোগীর একটি পরিসংখ্যান তৈরী করে প্রত্যেককে সেবার আওতায় আনার আহবান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোসত্মফা কামাল৷

তিনি শনিবার জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ২৫তম মৃতু্যবার্ষিকী ও সেবা দিবস উপলৰে বারডেম হাসপাতাল অডিটরিয়ামে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন৷

পরিকল্পনা মন্ত্রী বলেন,ডায়াবেটিস নিরাাময়যোগ্য রোগ না হলেও নিয়ন্ত্রণযোগ্য৷ ব্যাপক জনসচেতনতার মাধ্যমে এ রাগের ভয়াবহতাকে রোধ করা সম্ভব৷ দেশের প্রতিটি গ্রাম ও উপজেলা পর্যায়ে প্রত্যেকটি ডায়ারেটিস রোগীকে খুঁজে বের করতে হবে৷ যেন একজনও সেবার আওতার বাইরে না থাকে৷

তিনি ডায়াবেটিস বিষয়ে আরও কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপনে সরকারের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দেশের প্রতিটি কমিউনিটি হাসপাতালে ডায়াবেটিস পরীৰার ব্যবস্থা করা গেলে গ্রাম পর্যায়ের রোগীরা অনেক বেশি উপকৃত হবে এবং রোগীর সংখ্যা নির্ধারণও সহজ হবে৷

পরিকল্পনা মন্ত্রী বলেন, ডা.মো. ইব্রাহিম একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন৷ এ ধরনের মানুষ সমাজ পরিবর্তনের জন্য যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন৷ মানবপ্রেম ও মানুষের কল্যাণে তিনি সারা জীবন কাজ করে গেছেন৷ তিনি ছিলেন একজন কর্মতত্‍পর, প্রজ্ঞাবান ও মেধা সম্পন্ন চিনত্মা চেতনার মানুষ৷ আমাদের চেতনার বাতিঘর৷ কর্মের মধ্য দিয়ে তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন৷ তিনি আমাদের পথ প্রদর্শক৷
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত স্মরণসভায় সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বারডেম হাসপাতালের মহাপরিচালক নাজমুন নাহার, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) এ আর খান, মহাসচিব মো. সাইফুদ্দীন, ডা. মো. ইব্রাহিমের ছাত্র ডা. সাঈদ হায়দার, নিকটাত্মীয় মিসেস সাবেরা সাঈদ ও এস এ মনসুর (সাকিল)৷

স্মরণসভায় জানানো হয়, ডা. মো. ইব্রাহিম প্রতিষ্ঠিত বারডেম হাসপাতালে চলতি বছরের ৫ আগস্ট পর্যনত্ম নিবন্ধিত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৮৪৯জন৷ বারডেমে প্রতি মাসে ১ হাজার ৮৯৭জন রোগী নিবন্ধিত হচ্ছে৷ অর্থাত্‍ প্রতি বছরে নতুন রোগী প্রায় ২২ হাজার ৭৫৩ জন বৃদ্ধি পাচ্ছে৷ এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার রোগীকে চিকিত্‍সা সেবা দেয়া হয়৷বিশ্বস্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে ২০০০ সালে ডায়াবেটিস রোগী ছিল ৪০ লাখের মতো৷ ২০২৩ সালে এ সংখ্যা দাঁড়াবে ১ কোটি ১৪ লাখের উপরে৷