atnpczPlcP2GuzHvkKHFKjl72eJkfbmt4t8yenImKBVvK0kTmF0xjctABnaLJIm9

দৈনিকবার্তা-ঢাকা, ৬সেপ্টেম্বর: অমর নায়ক সালমান শাহ সর্ম্পকে স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেললেন চিত্রনায়িকা মৌসুমী৻ কাঁদলেন ওমর সানিও৻ সামনে বসে থাকা দর্শকসারিতে শুধুই নিরবতা৻ আবার যখন পর্দায় ভেসে উঠছিলো সালামান শাহর জনপ্রিয় সব গান, উল্লাসে-করতালিতে ফেটে পড়লেন সবাই৻ বিভিন্ন বয়সী এসব দর্শকের সবাই সালমান শাহর ভক্ত৻

সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বলাকা সিনেমা হলে আয়োজন করা হয়েছে ‘সালমান শাহ স্মতি উৎসব’। ৬ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে সেখানে বসেছিলো তারকার ঢল৻ বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছিলেন সালমান ভক্তরা৻

উপস্থিত ছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহান, ওমরসানি, মৌসুমী ও অনন্ত জলিল৻ এ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ছিলেন ইমন, নিরব, আইরিন, নিলয়, আলিফ চৌধুরী, তানভীরসহ অনেকেই৻

উৎসবের উদ্বোধন করেন চিত্রনায়িকা মৌসুমী৻ প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে আসতে পারেননি তিনি৻

সোহানুর রহমান সোহান বলেন, ‘ব্যক্তি সালমানকে নিয়ে আমি আজ কিছুই বলতে চাই না৻ সে বাংলা চলচ্চিত্রের উজ্জল নক্ষত্র৻’ বক্তব্যে এদেশের চলচ্চিত্রশিল্পের প্রতি বিদেশী আগ্রাসনের প্রসঙ্গেও আলোকপাত করেন তিনি৻

ওমরসানি সালমান শাহর সঙ্গে তার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন৻ তিনি জানান, ‘অভিনয় হচ্ছে ইবাদতের মতো৻ সালমান শাহ এই ইবাদতটা করেছিলেন বলে, তিনি আজ এই অবস্থানে৻ তার তিন বছরের ইবাদতের ফসল মানুষ দিয়ে যাবে আজীবন৻’

সালমান শাহ আত্মহত্যা করেননি৻ তিনি এ কাজ করতে পারেন না বলেও দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন তিনি৻ অনন্ত জলিল বলেন, ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে যে শুরুটা তিনি করে গিয়েছিলেন, তা কেয়ামত পর্যন্ত রয়ে যাবে৻ সালমান শাহ আমাদের আদর্শ৻’

সালমান শাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পথ ধরে চলার আশাবাদ ব্যক্ত করেন এ প্রজন্মের অভিনেতারা৻ পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন আনজাম মাসুদ ও ফারহানা নিশো৻

উৎসবে প্রতিদিন সালমান শাহ অভিনীত একটি করে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ৬ সেপ্টেম্বর ‘কেয়ামত থেকে কেয়ামত’, ৭ সেপ্টেম্বর ‘স্বপ্নের ঠিকানা’, ৮ সেপ্টেম্বর ‘সুজন সখী’, ৯ সেপ্টেম্বর ‘অন্তরে অন্তরে’, ১০ সেপ্টেম্বর ‘তুমি আমার’ এবং সমাপনী দিন ১১ সেপ্টেম্বর থাকবে ‘সত্যের মৃত্যু নাই’। আয়োজক ঢুলী কমিউনিকেশন্স।