Pakistani off-spinner Saeed Ajmal

দৈনিকবার্তা-স্পোর্টস-ঢাকা : অবৈধ বোলিং অ্যাকশনের জন্য পাকিস্তানের স্পিনার সাইদ আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি৷সব ফরম্যাটের ক্রিকেটে দলের সেরা স্পিনারের ওপর এই নিষেধাজ্ঞা পাকিস্তানের ক্রিকেটের জন্য বিশাল একটি আঘাত হয়ে এসেছে৷ আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষার পর আজমলের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়৷

গত মাসে গলে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট চলার সময় আম্পায়াররা ৩৬ বছর বয়সী এই অফ-স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন৷এরপর ব্রিসবেনে আজমলে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষার পর দেখা যায় বল ডেলিভারি করার সময় তার কুনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়৷ শুধু দুসরা নয়, সব ধরণের বোলিং করার সময়ই এমনটা হয়৷

কারো বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করলে আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে ওই বোলারকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা করাতে হয়৷ ওই শর্ত পূরণ করতেই ব্রিসবেনে আজমলকে বোলিং অ্যাকশন পরীক্ষা করতে পাঠিয়েছিল পাকিস্তান৷

আইসিসির অনুমোদিত বায়ো- মেকানিঙ্ বিশেষজ্ঞরা ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে আজমলের বোলিং অ্যাকশনের পরীক্ষা করেন৷আজমল অবশ্য তার বোলিং অ্যাকশন শুধরে নতুন করে পরীক্ষার জন্য আইসিসির কাছে আপিল করতে পারবেন৷

৩৫টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আগেও আম্পায়াররা রিপোর্ট করেছিলেন৷ ২০০৯ সালের এপ্রিলে তার দুসরা ডেলিভারি নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা৷ অবশ্য পরের মাসেই পরীক্ষায় তার অ্যাকশন সঠিক প্রমাণিত হয়েছিল৷ এবার আর পার পেলেন না বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা এই বোলার৷ টেস্ট ও টি-টোয়েন্টিতেও সেরা দশ বোলারের মধ্যে আছেন আজমল৷

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে আগামী বছরের বিশ্বকাপে খেলতে চান সাইদ নিষিদ্ধ আজমল৷ এর আগে নিজের বোলিং অ্যাকশন শুদ্ধ করে আবার ক্রিকেটে ফেরার প্রতিজ্ঞা করেছেন পাকিস্তানের এই অফ-স্পিনার৷

আজমল বিশ্বাস করেন সমস্যা কাটিয়ে দ্রুতই আবার বল করতে পারবেন তিনি৷নিষেধাজ্ঞা এখন আমার জন্য সমস্যা নয়৷ আমার কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাচ্ছে বলে আইসিসি আমাকে বল করা থেকে বিরত রাখছে৷ আমি জানি, এটা শুধরে নিতে পারব৷