navy_0990

দৈনিকবার্তা-ঢাকা : পাকিসত্মানে সন্দেহভাজন তালেবান জঙ্গিরা সপ্তাহানত্মে করাচির একটি নৌ জাহাজ ঘাঁটিতে হামলা চালিয়েছে৷ একে এক পাকিসত্মানি কর্মকর্তা ও দুই জঙ্গি মারা যায়৷ মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান৷

নৌবাহিনীর এক মুখপাত্র জানান, কঠোর নিরাপত্তা বেষ্টিত ওই নৌ জাহাজ ঘাঁটিতে শনিবারের হামলায় এক কর্মকর্তা ও ছয় নাবিক আহত হয়৷ তিনি আরো জানান, হামলা চালানোর সময় চার জঙ্গিকে জীবিত আটক করা হয়৷সন্দেহভাজন এ চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদের পর নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা বাহিনীর সদস্যরা তাদের সহযোগিদের গ্রেফতারে অভিযান চালায় এবং ব্যাপক অস্ত্র ও গোলাবারম্নদ উদ্ধার করে৷

এ হামলার খবর তিনদিন ধরে গোপন রাখা হলেও কোন গ্রম্নপ এর দায়িত্ব স্বীকার করেনি৷ তবে সরকারি কর্মকর্তারা এ হামলার ঘটনায় পাকিসত্মানি তালেবানকে দায়ী করে৷তালেবান জঙ্গিরা ইতোমধ্যে আফগান সীমানত্মবর্তী পাকিসত্মানের উত্তর ওয়াজিরিসত্মানে তাদের বিরুদ্ধে সামরিক অভিযানের দাঁতভাঙ্গা জবাব দেয়ার হুমকি দিয়েছে৷ উল্লেখ্য, করাচি বিমানবন্দরে ব্যাপক জঙ্গি হামলার পরপরই পাকিসত্মানের সামরিক বাহিনী মধ্য জুন থেকে জঙ্গি বিরোধী ব্যাপক সামরিক অভিযান শুরম্ন করে৷ করাচি বিমানবন্দরে ওই হামলায় অনেক লোক নিহত হয় এবং এতে তেহরীক-ই-তালেবান পাকিসত্মানের (টিটিপি) সাথে শানত্মি প্রক্রিয়া ভেসত্মে যায়৷সাম্প্রতিক বছরগুলোতে তালেবানের ধারাবাহিক হামলার ক্ষেত্রে সপ্তাহানত্মের ওই হামলা ছিল সবচেয়ে বেশী ভয়াবহ৷পাকিসত্মানের সামরিক বাহিনী জানায়, তাদের অভিযানের শুরম্ন থেকে এ পর্যনত্ম ৯শ’র বেশী জঙ্গি ও ৮২ সৈন্য নিহত হয়েছে৷