Supreme Court.

দৈনিকবার্তা-ঢাকা : বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে আইনজীবীদের সর্বদলীয় ঐক্য পরিষদ নামের একটি কমিটি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন৷

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কমিটি ঘোষণা করেন৷ কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার মঈনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ড. শাহদীন মালিক৷ এ ছাড়া কমিটির সদস্যসচিব করা হয়েছে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সহ-সদস্যসচিব করা হয়েছে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরীকে৷সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে স্বাধীন বিচার বিভাগ; বিচারক নিয়োগ পদ্ধতি, বিচারকদের দায়বদ্ধতা ও অভিশংসন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি৷

আলোচনায় সভায় বক্তব্য রাখেন ড.কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার মঈনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ড. শাহদীন মালিক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমূখ৷ বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারে তড়িঘড়ি করা অসাংবিধানিক৷তিনি বলেন, এতে করে সংবিধানের প্রতি ও দেশের জনগনের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়৷ এটি করার আগে অবশ্যই সবার সঙ্গে আলোচনা করা দরকার৷