10-09-14[9-no-team]-(8)

দৈনিকবার্তা-ঢাকা :  উত্তরা (পূর্ব) থানার ৪ নং সেক্টরে সিকিউরিটি গার্ড লিয়াকত হোসেন লিটন (৩৮) কে গুলি করে হত্যা ও নারী অপহরণের ঘটনায় সরাসরি জড়িত অন্যতম প্রধান অভিযুক্ত ০১ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ৷ গ্রেফতারকৃতের নাম মোঃ সোহেল রানা ওরফে সোহেল (২৯)৷ তাকে গত ০৯/০৯/২০১৪ খ্রি. দিবাগত রাত ০৯.০০ টায় রাজধানীর ভাটারা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তাদের দলনেতা ছিল শফিক ওরফে আপন৷ শফিক ওরফে আপন, রনি, শিমুল, আলামিন ও সে একত্রে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাদা রংয়ের এফ প্রিমিও গাড়িতে ছিনতাই করে৷ সে আরও জানায় যে, গত ০৩/০৭/২০১৪ খ্রি. রাত আনুমানিক ০৯.৩০ টায় তার সহযোগী রনি তাকে মোবাইলে ফোন করে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের গোড়ায় যেতে বলে৷ সেখানে গিয়ে সে প্রাইভেট কারে শফিক ওরফে আপন, রনি, শিমুল ও আলামিনকে দেখতে পায়৷ তারপর তারা একত্রে এফ প্রিমিও প্রাইভেট কার যোগে প্রথমে গুলশান এলাকায় ছিনতাই এর উদ্দেশ্যে যায় এবং সেখানে একটি মেয়েকে গাড়িতে তুলে এবং সাংবাদিক পরিচয় দিলে গাড়ি থেকে নামিয়ে দেয়৷ পরবর্তী সময়ে তারা উত্তরা এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে যায়৷ তারা উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টর এলাকায় একটি সুন্দরী মেয়েকে দেখতে পেয়ে গাড়ি থামায়৷ তারা জোরপূর্বক ওই মেয়েটিকে গাড়িতে তোলার চেষ্টাকালে প্রতিরোধে কিছু লোক এগিয়ে আসে৷ তখন তাদের সহযোগী শফিক ওরফে আপন গুলি করে৷ অন্য একজন প্রতিরোধকারীকে সে নিজে চাঁপাতি দিয়ে আঘাত করে মেয়েটিকে নিয়ে গাজীপুরের কালিগঞ্জের দিকে নিয়ে যায়৷

তাদের দলনেতা আপন মেয়েটিকে গাড়ির মধ্যেই মেয়েটিকে শারীরিক নির্যাতন করে এবং অন্যরা পাহাড়া দেয় মর্মে জানায়৷ পরের দিন ভোর বেলা তারা মেয়েটিকে উত্তরা এলাকায় নামিয়ে দিয়ে যায়৷ উলেস্নখ্য, উক্ত অপহরণ প্রাক্কালে আপনের গুলির আঘাতে উত্তরা ৪নং সেক্টরের ৩নং রোডের ৬ নম্বর বাড়ির সিকিউরিটি গার্ড মোঃ লিয়াকত হোসেন লিটন নিহত হয়৷  সোহেল আরও জানায় যে, তাদের দলনেতা আপন ১৭/০৭/২০১৪ খ্রি. দিবাগত রাতে ছিনতাইয়ের প্রস্তুতি কালে হাতিরঝিল এলাকায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আহত হয়ে হাসপাতালে মারা যায়৷ সে এবং অন্যান্য সহযোগীরা পালিয়ে যেতে সৰম হয়৷

ডিবি পুলিশ হাতিরঝিল ঘটনাস্থল থেকে ১টি পিসত্মল ২ রাউন্ড তাজা গুলি, ৩ রাউন্ড গুলির খোসা ও ৩টি মোবাইল এবং ছিনতাই এর কাজে ব্যবহৃত একটি সাদা রং এর প্রিমিও প্রাইভেট কার উদ্ধার করে৷  ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল আহাদ ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম নাজমুল হক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়৷

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স , ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা৷