দৈনিকবার্তা-১০ সেপ্টেম্বর

দৈনিকবার্তা-১০ সেপ্টেম্বর, ২০১৪ :  পাকিসত্মানের সেনাবাহিনী বুধবার বলেছে, তারা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান বিরোধী অভিযানের অংশ হিসেবে নতুন করে চালানো বিমান হামলায় ৬৫ জন জঙ্গিকে হত্যা এবং তাদের পাঁচটি আসত্মানা ধ্বংস করেছে৷করাচি বিমান বন্দরে জঙ্গি হামলার পাকিসত্মান গত জুনে দেশের উপজাতীয় উত্তর ওয়াজিরিসত্মান জেলায় তালেবান বিরোধী অভিযান শুরম্ন করে৷

এক সরকারি বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী প্রথমে বুধবার সকালে উত্তর ওয়াজিরিসত্মানের দত্ত খেল এলাকায় বিমান হামলা শুরম্ন করে৷ এতে ৩৫ জন নিহত হয়৷ এরপর সেনাবাহিনী শাওয়াল উপত্যকার একটি গ্রামে হামলা চালায়৷ এতে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে৷সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজাতীয় অধু্যষিত উত্তর ওয়াজিরিসত্মান জেলার দত্ত খেল এলাকায় বুধবার ভোরে বিমান হামলা চালানো হয়৷

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের দত্ত খেল এলাকায় বিমান হামলায় ৩৫ জঙ্গি নিহত হয়েছে এবং সন্ত্রাসীদের তিনটি গোপন আসত্মানা ধ্বংস হয়েছে৷সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের যেতে দেয়া হয়না৷ ফলে নিহতদের পরিচয় ও সংখ্যা নিরপেৰভাবে যাচাই করা সম্ভব নয়৷সামরিক বাহিনী জানায়, উত্তর ওয়াজিরিসত্মানে কৌশলগতভাবে গুরম্নত্বপূর্ণ ৯০ কিলোমিটারব্যাপী একটি সড়ক বরাবর এবং মিরনশাহ ও মীরা আলি শহর বিদ্রোহী মুক্ত হয়েছে৷চলতি মাসের শুরুতে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযান শুরুর পর থেকে ৯ শতাধিক জঙ্গি ও ৮২ সৈন্য নিহত হয়েছে৷