india-and-bangladesh

দৈনিকবার্তা-অনিমেষ রয়(নয়াদিল্লি) ১৬ সেপ্টেম্বর : কলকাতা থেকে ঢাকা ও আগরতলা থেকে ঢাকা বাস পরিষেবা চালু হয়েছে আগেই। এ বার শিলং থেকে ঢাকা পর্যন্ত বাস চালানোর উদ্যোগ নিল দু’দেশ। সব কিছু ঠিক থাকলে অক্টোবর থেকেই এই পরিষেবা শুরু হবে। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে পড়শি দেশগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দেন। তারই অঙ্গ হিসাবে চালু হবে শিলং-ঢাকা বাস পরিষেবা। বিশ্বস্ত সূত্রে খবর, শিলং থেকে ছেড়ে বাসটি মেঘালয়ের দাউকি ছুঁয়ে বাংলাদেশের সিলেটে ঢুকবে। সেখান থেকে পৌঁছবে ঢাকা। মোটামুটি ১২ ঘণ্টা সময় লাগবে এই সফরে।

এ ছাড়াও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পশ্চিমবঙ্গের হলদিয়া ও ওডিশার পারাদ্বীপ থেকে চট্টগ্রাম পর্যন্ত পণ্যবাহী জাহাজ চালানোর সিদ্ধান্ত হয়েছে। জাহাজ পরিবহণ মন্ত্রকের আশা, ডিসেম্বর থেকেই নিয়মিতভাবে জাহাজ চলাচল শুরু হয়ে যাবে। সম্প্রতি সুষমা স্বরাজের বাংলাদেশ সফরে স্থির হয়, অসমের নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত একটি পাইপলাইন নির্মিত হবে। এই পাইপলাইন দিয়ে পরিশোধিত পেট্রোল ও ডিজেল বাংলাদেশে পাঠানো হবে।