নিরুত্তাপ হরতাল

দৈনিকবার্তা-নিউজ ডেস্ক-ঢাকা, ১৮ সেপ্টেম্বর: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃতু্য কারাদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার প্রথম দফায় ২৪ ঘন্টার হরতাল পালন করছে জামায়াতে ইসলামী৷ হরতালে কোথাও বড়ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ বিচ্ছিন্ন পিকেটিং ও ছোটখাটো সংঘর্ষের মধ্যে সারা দেশে চলছে হরতাল৷ হরতালে পিকেটিং করার সময় রাজধানীসহ সারাদেশের জামায়াত শিবিরের প্রায় শতাধিক নেতাকমর্ীকে আটক করছে পুলিশ৷

সড়কে কিছু যানবাহন চলতে দেখা গেছে৷ ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম৷ বিভিন্ন এলাকায় খুললেও জনসমাগম ছিল না৷ সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি৷ তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷ দেশর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর টহল রয়েছে৷ তাদেরকে সর্তক অবস্থানে দেখা যায়৷আপিল বিভাগ থেকে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে দেওয়া (আমৃত্যু কারাদণ্ড) রায়ের প্রতিবাদে ৪৮ ঘন্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী৷ প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা হরতাল শুরু হয়৷ এছাড়া দ্বিতীয় দফায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল হবে৷দলটির প্রচার বিভাগের সহকারী মো. ইব্রাহীম স্বাক্ষরিত এক বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বুধবার বেলা সোয়া ১২টায় এ কর্মসূচির ঘোষণা করেন৷বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার দেশব্যাপী ২৪ ঘন্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী৷ এই দিন ভোর ৬টা থেকে ১৯ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল পালন করবে দলটি৷ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সরকারের জুলুম থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে আল্লামা সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান করা হবে৷ ২০ সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করবে দলটি৷

রাজধানী: দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আমৃতু্য কারাদণ্ড দেয়ার প্রতিবাদে জামায়াতে ইসলামী আহুত হরতাল সফল করতে রাজধানীর বিভিন্ন স্পটে মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা৷ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃতু্য কারাদণ্ডের প্রতিবাদে দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব বৃহস্পতিবার সকাল ৭টায় একটি বিক্ষোভ মিছিল বের করে৷মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট হেলাল উদ্দিন ও মহানগরী সেক্রেটারি এম শামীর নেতৃত্বে মিছিলটি রাজধানীর বদ্ধমন্দির এলাকায় বের হয়৷

এ সময় নেতা-কর্মীরা রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ প্রর্দশন করে এবং সাঈদীর মুক্তি দাবি করে৷ মিছিলে আরো উপস্থিত ছিলেন- মহানগরী পূর্ব শিবির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অর্থসম্পাদক তোজাম্মেল হক, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক আবদুল কাদের, শিক্ষা সম্পাদক বাহারুল ইসলাম, স্কুল সম্পাদক ফায়জুর রহমান প্রমুখ৷এদিকে, রাজধানীর হাজারিবাগ ও দক্ষিণখানে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবির৷বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মিছিল দুইটি অনুষ্ঠিত হয়৷মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এ এস এম আলাউদ্দিন, জামায়াত নেতা তারেক হাসান, আতিকুর রহমান, মনিরুল হক, আবু বকর সিদ্দিক, শেখ শরীফ উদ্দিন আহমদ, সাইফুল বারী আকন ও শিবির নেতা মোজাহিদুল ইসলাম প্রমুখ৷

ঢাকা মহানগরী পশ্চিম : হরতালের সমর্থনে সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিরপুর এলাকায় কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা৷ এ সময় শাখা সভাপতি তামিম হোসেনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷ঢাকা মহানগরী পূর্ব : ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব সকাল ৭টায় রাজধানীর বৌদ্ধমন্দির এলাকায় বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করে৷ শাখা সভাপতি রেজাউল হক রিয়াজে নেতৃত্বে এসময় শাখা সেক্রেটারী এম শামীম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

ঢাকা মহানগরী দক্ষিণ : হরতাল সফল করতে সকাল ৮টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শাখা সভাপতি মাইন উদ্দিন মৃধা নেতৃত্বে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা৷ এসময় শাখা সেক্রেটারী বাকী বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয় : হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা৷ শাখা সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে সকাল ৮টায় রাজধানীর বাংলাবাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়৷সরকারী তিতুমীর কলেজ : হরতাল সফল করতে রাজধানীর মহাখালী এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির সরকারী তিতুমীর কলেজ শাখা৷ এসময় তারা রাজপথ অবরোধ করে৷ এতে শাখা সভাপতি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

সাতক্ষীরা :মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃতু্য দণ্ডাদেশের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা হরতাল সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে৷জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি৷ জেলার অভ্যন্তরীণ সড়কে দুপুর পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতেও দেখা যায়নি৷ অফিস আদালতে উপস্থিতির সংখ্যা ছিল খুবই কম৷ জরুরি প্রয়োজন ছাড়া শহরে তেমন কাউকে দেখা যায়নি৷তবে ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে৷শান্তিপূর্ণ এই হরতালের আগে সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে৷আটকদের মধ্যে রয়েছেন- শ্যামনগর উপজেলা শিবির সেক্রেটারি মো. মোজাহিদ ও জামায়াতকর্মী খোকনসহ ৫জন, কালীগঞ্জ উপজেলা জামায়াতের রোকন আব্দুল জব্বারসহ ৩জন, সাতক্ষীরা সদর উপজেলা থেকে ২জন এবং কলারোয়া থেকে ৫ জন৷শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর টহল রয়েছে৷

রাজশাহী: জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথমদিন বৃহস্পতিবার রাজশাহীতে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে৷ এ সময় পুলিশ শিবিরকর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে৷এ ঘটনায় অন্তত পাঁচ শিবির কর্মী আহত হন৷ হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, পিকেটিং ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে৷মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নিঃশর্ত মুক্তির দাবিতে সংগঠনটি বৃহস্পতিবার ও রোববার এই হরতালের ডাক দেয়৷

প্রতক্ষ্যদর্শীরা জানায়,হরতালের সমর্থনে সকাল ৭টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে শিবির নেতা-কর্মীরা৷এসময় তারা টায়ার জ্বালিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে৷ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিবির কর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে৷এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়৷ জবাবে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে৷পরে পুলিশ আরো রাবার বুলেট ছুঁড়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়৷ এসময় অন্তত পাঁচ শিবিরকর্মী আহত হন বলে সংগঠনটির নেতারা দাবি করেছেন৷ আহতদের প্রাথমিক চিকিত্‍সা দেয়া হয়েছে বলেও জানান তারা৷এদিকে, হরতালের কারণে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের কোনো বাস, ট্রাক ছেড়ে যায়নি৷ তবে নগরীতে রিকশা, অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক আছে৷রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে৷ পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব৷

গাইবান্ধা: জামায়াতের ইসলামে নায়েবে আমির মাওলানা দোলোয়ার হোসেন সাঈদীর রায়ের প্রতিবাদে গাইবান্ধায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রেখেছে৷বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালের সমর্থনে পলাশবাড়ী উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মহেশখালী নামক স্থানে জামায়াত শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে মহসড়ক অবরোধ করেছে৷ এতে রংপুর-বগুড়া মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে৷

এদিকে গাইবান্ধা শহরে রিকশা-ভ্যান ছাড়া আর কোনো যানবহন চলাচল করছে না৷ শহরের দোকান পাট বন্ধ আছে৷গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি৷ কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক আছে৷ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের মেইন মেইন পয়েন্টে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে৷ পাশাপাশি শহরের বিজিবি টহল দিচ্ছে৷এ রিপোর্ট লেখা পর্য়ন্ত জেলার কোথায়ও পিকেটিং বা গাড়ি ভাঙচুর ও গ্রেফতারের খবর পাওয়া যায়নি৷

কুমিল্লা :জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এ সংঘর্ষে এক সহকারী পুলিশ সুপারসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন৷বুহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে৷জেলা সহকারী পুলিশ সুপার (সদর) শাহজাহান শেখ জানান, দুপুর ১টার দিকে সৈয়দপুরে হরতাল সমর্থকরা মহাসড়কে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়৷ এসময় পুলিশ তাদের ধাওয়া করে৷ এতে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে৷এতে আমি (সহকারী পুলিশ সুপার শাহজাহান শেখ), বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) নেয়ামুল শাফি খান, এসআই সাইফুল ইসলাম, ইমাম হোসেনসহ অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হন৷ এসময় পুলিশ ৫০টি রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি৷কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনকালে সৈয়দপুর এলাকায় পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতা-কর্মীদের উপর হামলা চালায়৷ এতে আমাদের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন৷

সিলেট: জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃতু্য কারাদণ্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল সিলেটে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে৷ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷সকাল পৌনে ৭টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়৷ এ সময় একটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে৷ এর আধা ঘন্টা পর পুলিশ সেখানে গিয়ে দুইজন পথচারীকে গ্রেফতার করে৷এছাড়া হরতালের কারণে নগরীর সব মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে৷ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাশ হচ্ছে না৷বিচ্ছিন্নভাবে কিছু রিকশা চলাচল করলেও দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে৷

নোয়াখালী :জামায়াতের ডাকা হরতালে নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ৷এদিকে হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে জেলা শহর মাইজদীতে মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা৷নোয়াখালীতে অনেকটা পিকেটিং বিহীন হরতাল চলছে৷ জেলার সড়ক মহাসড়কগুলাতে রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না৷ অধিকাংশ ব্যাংক-বীমা-অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে৷বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতাল চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব-বিজিবি মোতায়েন রয়েছে৷নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে৷

চট্টগ্রাম: যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য ডাকা জামায়াতের হরতালে বন্দরনগরীতে সাড়া মিলছেনা৷হরতাল শুরুর পর বৃহস্পতিবার ভোরে গণপরিবহন চলাচল কিছুটা কম থাকলেও সকাল গড়াতেই বেরিয়ে পড়েছে অসংখ্য যানবাহন৷ নগরীতে রিঙ্া ও অটোরিঙ্া চলাচল পুরোপুরি স্বাভাবিক দেখা যাচ্ছে৷ সংখ্যায় কম হলেও টেম্পু, হিউম্যান হলার, সিটিবাসও রাস্তায় নেমেছে৷ কিছু কিছু ব্যক্তিগত গাড়িও রাস্তায় বের হয়েছে৷ পণ্যবোঝাই ট্রাক, কাভার্ড ভ্যানও কিছু কিছু চলাচল করছে৷সকাল সাড়ে ১০টার দিকে নগরীর লাভ লেইন, ডিসি হিল, কাজির দেউড়ির মোড়, এনায়েতবাজার ঘুরে কর্মব্যস্ত মানুষের ছুটোছুটি দেখা গেছে৷ ব্যক্তিগত যানবাহন কম থাকায় রাস্তায় গাড়ির চাপ কম দেখা গেছে৷ নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত বলেন, ব্যক্তিগত প্রাইভেট কার আর দূরপাল্লার যানবাহন ছাড়া সব যানবাহন চলছে৷ রাস্তায় কোন পিকেটিং নেই৷ হরতালে মানুষের সাড়াও নেই৷বৃহস্পতিবার ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত কোথাও কোন ঝটিকা মিছিল কিংবা নাশকতার খবর পাওয়া যায়নি৷

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ( গোয়েন্দা) মো.হাছান চৌধুরী বলেন, হরতালে নাশকতা মোকাবেলায় আমরা সতর্ক অবস্থানে আছি৷ তবে হরতালের সমর্থনে কোন কর্মসূচী নিয়ে জামায়াত-শিবিরের মাঠে নামার কোন খবর আমরা পাইনি৷এদিকে হরতালে নাশকতা ঠেকাতে নগরীর মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে৷ টহল দিচ্ছে বিজিবিও৷

নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান বাংলানিউজকে বলেন, মাঠে অতিরিক্ত পুলিশ আছে৷ নগরজুড়ে টহল জোরদার করা হয়েছে৷ বিজিবিও টহল দিচ্ছে৷সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীতে প্রাথমিকভাবে ৬ প্লাটুন অর্থাত্‍ ১৮০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে৷ আর জেলায় ১০ প্লাটুন অর্থাত্‍ তিন’শ বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ৷চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বলেন, স্পর্শকাতর উপজেলায় বিজিবি মোতায়েন আছে৷ সব উপজেলায় অতিরিক্ত পুলিশ আগে থেকেই মোতায়েন আছে৷নগর পুলিশের এক কর্মকর্তা জানান, নিয়মিত ও অতিরিক্ত পুলিশসহ প্রায় আড়াই হাজার পুলিশ নগরীর বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন৷জেলায়ও প্রায় দু’হাজার অতিরিক্ত পুলিশ হরতাল উপলক্ষে দায়িত্ব পালন করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে৷নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিস, শিল্প কারখানায় হরতালের কোন প্রভাব চোখে পড়েনি৷ নগরীর প্রায় সব এলাকায় সকালে স্বাভাবিক নিয়মে সব ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে৷বৃহহত্তম ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জেও দোকানপাট খুলেছে৷ চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য উঠানামা স্বাভাবিক নিয়মে চলছে৷এদিকে দূরপাল্লার যানবাহন চলাচল কম থাকলেও ট্রেন স্বাভাবিক শিডিউল অনুযায়ী চলছে৷ নগরীতে স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে বলে জানা গেছে৷

ঝালকাঠি: জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে হরতাল চলাকালে বৃহস্পতিবার ঝালকাঠি শহরে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির৷ শহরের সদর চৌমাথা থেকে মিছিল শুরু হয়ে সাধনার মোড়ে গিলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়৷ এর আগে মিছিলকারীরা কালিবাড়ী রোডে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালায়৷ মিছিল শেষে পুলিশ শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে নয়জনকে আটক করে৷আটককৃতরা হলেন-ঝালকাঠির গাবখান এলাকার আলাউদ্দিন খান মামুন, নৈকাঠির হাফিজুর রহমান, কৃষ্ণকাঠির মনিরুজ্জামান, কিফাইত নগরের হাফেজ আসাদুজ্জামান, রামনগরের সবুজ হাওলাদার, নেছারাবাদ মাদ্রাসার ফাজিল শ্রেণীর ছাত্র তাওহিদুর রহমান, ঝালকাঠির সরকারি কলেজের ছাত্র আ. কাউয়ুম ও রাজাপুরের পুটিয়াখালি গ্রামের মো. সেলিম৷ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীলমনি চাকমা বলেন, আটককৃতদের সম্পর্কে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

চাঁপাইনবাবগঞ্জ :জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃতু্য কারাদন্ড দেয়ার প্রতিবাদে দুই দফায় ৪৮ ঘন্টার হরতালের প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জে পিকেটিং’র মধ্যদিছে হরতাল চলছে৷বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা আবু জার গিফারীর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় শহরের বড়ইন্দারা মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থকরা৷ মিছিলটি নিমতলামোড় ও বালুবাগাান এলাকা হয়ে পিটিআই মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়৷

পথসভায় চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবির সভাপতি মোঃ গোলাম মোসত্মফা, সদর থানা আমীর আধ্যাঃ মাওঃ আবু বকর, সদর সেক্রেটারী মোঃ মোজাম্মেল হক, পৌরসভার সেক্রেটারী অধ্যাঃ মাওঃ আমানুলস্নাহ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল বারী সহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ৷এছাড়া শহরের উপরাজারামপুর মোড়, বিশ্বরোড মোড়, শিবতলা মোড়, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু, আরামবাগসহ বিভিন্ন মোড়ে পিকেটিং করে জামায়ত-শিবির কর্মীরা৷ তারা সড়কে কাঠের গুড়ি ও ম্যানহলের পাইপ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে৷অন্যদিকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে৷ তবে হরতালের কারনে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে৷ বড় যানবহন চলাচল না করলেও ছোট ছোট যানবহন চলাচল করছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷

ফেনী ঃ ফেনীতে জামায়াতে ইসলামীর ডাকে হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে৷ হরতালকে কেন্দ্র করে বুধবার রাতে পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৭ শিবির কর্মীকে আটক করেছে৷ বৃহস্পতিবার হরতাল চলাকালে শহরে বাস-ট্রাকছাড়া রিঙ্াসহ অন্য সব ধরনের ছোট যানবাহন কিছু সংখ্যক চলাচল করেছে৷ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চলাচল করতে দেখা গেছে৷ শুধুমাত্র জেলার আভ্যনত্মরীন ও মহাসড়কে যাত্রীবাহি বাস চলাচল করেনি৷ হরতালের পৰে কয়েক জায়গায় পিকেটিং জামায়াত কর্মীরা৷

গোপালগঞ্জ প্রতিনিধি ঃজামায়েত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীতে আজীবন কারাদন্ড দেওয়ার প্রতিবাদে জামায়তের ডাকা হরতাল গোপালগঞ্জে পলিত হয়নি৷ তবে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে৷শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, জামায়াতের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি গোপালগঞ্জে৷ ব্যবসা প্রতিষ্ঠান,স্কুল-কলেজ ছিল খোলা৷ ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলোত স্বভাবিক ভাবে লেনদেন কার্যক্রম চলছে৷ জেলার অভ্যান্তরীন রুট গুলোতে বাস চলাচল করলেও ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে৷ এছাড়া জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার কোথাও হারতাল পালিত হয়নি৷

গৌরনদী (বরিশাল): হরতালে নাশকতার আশঙ্কায় বরিশালের গৌরনদী থানা পুলিশ বুধবার রাতে পাঁচ জামায়াত-শিবিরের নেতা-কমর্ীকে গ্রেপ্তার করেছে৷ গ্রেপ্তারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে৷গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া আবুল কালাম জানান, জামায়াত-শিবিরের নেতা-কমর্ীরা পৌর এলাকার আশোকাঠী মহল্লায় বুধবার রাতে গোপন বৈঠক করছিল৷ গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ইলিয়াস মৃধা, সজিব সরদার, রুবেল হাওলাদার, শামীম সরদার ও ছালাম সরদারকে আটক করে৷ তাদেরকে আধুনা গ্রামে মন্দির ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে৷

যশোর প্রতিনিধি:জামায়াতে ইসলামি আহুত দিনব্যাপী হরতাল যশোরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে ৷ সকাল থেকে শহরের রাসত্মায় ইজিবাইকসহ ভ্যান-রিঙ্া চলাচল করছে৷ সীমিত আকারে হলেও চলাচল করছে দুর পালস্নার যানবাহন৷ শহরের দড়াটানাসহ কয়েকটি এলাকায় জামায়াত-শিবিরের নেতাকমর্ীরা মাঠে থাকলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ এদিকে, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যনত্ম বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷

এদিকে হরতালের কোন প্রভাব পড়েনি দেশের প্রধান স্থল বন্দর বেনেেপালে৷ বন্দও কতর্ৃপৰ জানান, সকাল থেকেই দু’দেশের মধ্যে আমদানী-রপ্তানী অব্যাহত আছে৷ এ ছাড়া বন্দরের অভ্যনত্মরেও পণ্য লোড-আনলোড হচ্ছে৷ তবে দুর পালস্নার যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷লক্ষ্মীপুরে সড়ক অবরোধ, টায়ারে অগি্নসংযোগ ও বিৰোভ সমাবেশের মধ্য দিয়ে জামায়াতের ডাকা হরতাল চলছে৷ পৌর জামায়াতের আমির আটক

লক্ষ্মীপুর ঃ মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাইদীর আমৃতু্য কারাদন্ড দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা ২৪ ঘন্টার হরতাল লক্ষ্মীপুরে সড়ক অবরোধ, টায়ারে অগি্নসংযোগ ও বিক্ষোভ-সমাবেশের মধ্য দিয়ে চলছে৷সকালে হরতালের সমর্থনে শহরের বেড়ীর মাথায় ও দালাল বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবোরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা৷

সকাল ৮টার দিকে শহরের মিয়া রাসত্মার মাথা এলাকায় হরতালের সমর্থনে জামায়াত-শিবির একটি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে৷ এসময় ওই এলাকা থেকে পৌর জামায়াতের আমীর নুরনবীকে আটক করে পুলিশ৷ পরে নেতা-কর্মীরা জড়ো হয়ে শহরের দৰিণ কালী বাড়ী নামকস্থানে সড়কে বাঁশ ফেলে হরতালের সমর্থনে বিৰোভ করে৷এছাড়া সকাল থেকে শহরের বাস টার্মিনাল, জকসিন, মান্দারী ও চন্দ্রগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে হরতাল পালন করে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা৷ নাশকতা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশের মোতায়েন করা হয়েছে৷

নাটোর :মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায়ের প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে জেলা শহরের বড় হরিশপুর, বড়াইগ্রামের বনপাড়া, সিংড়া, লালপুর ও বাগাতিপাড়ায় মিছিল সমাবেশ করেছে জামায়াত ইসলামী৷ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হরতালের সমর্থনে শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে সদ্য কারামুক্ত নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলীর নেতৃত্বে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়৷ পরে সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, অফিস সম্পাদক সাদেকুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম ও নাটোর শহর আমির আতিকুল ইসলাম রাসেল৷ হরতালে শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান, দূরপাল্লার ও অভ্যন্তরীন সকল প্রকার যান চলাচল বন্ধ থাকলেও শহরে অটোরিঙ্া চলাচল করেছে৷ জেলার কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ হরতালে সরকারী অফিস খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম৷ আদালত পাড়ায়ও লোক সমাগম ছিল না৷ এদিকে জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ন স্থানসহ সড়ক মহাসড়কগুলোতে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়৷ নীলফামারীতে শান্তিপূর্ণ হরতাল চলছে, ঝটিকা মিছিলে শিবিরের ৩ কর্মী গ্রেফতার

নীলফামারী : জামায়াতের ডাকা হরতাল গোটা নীলফামারী জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে৷ হরতালে কিছু কিছু দোকানপাট খুললেও দুরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে সকল বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে৷ তবে ইজি বাইক, রিকশা চলাচল করছে৷ এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে৷ গতকাল বুধবার জেলার ডোমারে ঝটিকা মিছিল করার সময় রিপন ইসলাম (১৭), গোলাম আজম (১৮) ও রেজা (১৫) নামে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর দেলোওয়ার হোসেন সাঈদীর আমৃতু্য সাজা দেওয়ার প্রতিবাদে হরতালের সমর্থনে বুধবার রাতে ডোমারে বিক্ষোভ মিছিল করে উপজেলা জামায়াত৷ এছাড়াও দেশের বিভিন্নস্তানে হরতালের সর্মথনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷