image_98916_0-01-newsnextbd

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ সেপ্টেম্বর: রাজধানীর আশুলিয়া এলাকা থেকে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেএমবির একাংশের ভারপ্রাপ্ত আমির আবদুল্লাহ আল তাসনিম, সক্রিয় সদস্য মো. নাঈম আলী, সিকান্দার আলী, মাহমুদ ইবনে বাশার, মো. মাসুম বিল্লাহ, ফুয়াদ হাসান ও আলী আহম্মদ৷

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল বলে স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের ( জেএমবি) ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাত সদস্য৷ মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএসআইএস এর সঙ্গে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যোগাযোগ রক্ষা করেছিল তারা৷

রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম৷বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী কমিশনার মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার ল্যান্ডিং স্টেশনের পার্কিং থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়৷ এ সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি জেলমিশ্রিত রাসায়নিক পদার্থ, চারটি পিতলের মূর্তি, উগ্র জঙ্গি তত্‍পরতা উদ্বুদ্ধকরণের বেশ কিছু বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়৷

ডিএমপির মিডিয়া সেন্টারে শুক্রবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা ছিল তাঁদের৷ তাঁদের লক্ষ্য ছিল, এই হামলা করা হলে ঝিমিয়ে পড়া জেএমবির মনোবল চাঙা হবে৷ মধ্যপ্রাচ্যে আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে যোগাযোগ স্থাপন করে সম্পর্ক সুদৃঢ় করেছে বলে তাঁরা দাবি করেছেন৷

মনিরুল ইসলামের ভাষ্য,ড়্রেপ্তার হওয়া সাতজনের বিরুদ্ধে তুরাগ থানায় দুটি মামলা হয়েছে৷ তাঁদের জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে৷ তিনি জানান, তাসনিমের বিরুদ্ধে এর আগে প্রায় ২০টির মতো মামলা আছে৷ তিনি ১৭ আগস্ট গ্রেনেড হামলা মামলারও আসামি৷ তাঁর বড় ভাই আবদুল্লাহ আল সোহাইল গাজীপুর আদালতে বোমা হামলা মামলার মৃতু্যদণ্ডাদেশ প্রাপ্ত আসামি৷
সর্বশেষ

মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, ভিভিআইপি, ভিআইপিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জেএমবি সদস্যদের৷তিনি বলেন,বর্তমানে কারাবন্দী মাওলানা সাইদুর রহমানের অবর্তমানে জেএমবির নেতৃত্ব দিচ্ছিলেন ২৯ বছর বয়সী তাসনিম৷ গাজীপুরে আদালতে বোমা হামলার দায়ে মৃতু্যদণ্ডপ্রাপ্ত আব্দুল আল সোহেলের ভাই তিনি৷

এরইমধ্যে তারা মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান তিনি৷সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে খেলাফত ঘোষণা করেছে আইএস৷