Dan-Mozena-SM-120120606194911

দৈনিকবার্তা-লক্ষ্মীপুর,২৪ সেপ্টেম্বর: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মজীনা বাংলাদেশের স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেছেন, এদেশের মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে যুক্তরাষ্ট্রেরও অংশীদারিত্ব রয়েছে৷মজীনা বলেন,বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নয়নে অংশীদার হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র৷

বুধবার সকালে লক্ষ্মীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে মামনি হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং প্রকল্পের একটি কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷এর আগে সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত৷ডবি্লউ মজীনা বলেন, ১৫ বছর আগে বাংলাদেশের হাসপাতালগুলো ডায়রিয়া আক্রান্ত রোগীতে ভরে থাকতো৷ ওই সময় ডায়রিয়া, শ্বাসকষ্টসহ অন্যান্য সংক্রামক রোগে অনেক রোগী মারা যেতো৷ এখন আর তা হয় না৷

তিনি আরো বলেন,মার্কিন সরকার এদেশে গর্ভবতী মা ও শিশুদের নিয়ে কাজ করছে৷ এ জন্য মা ও শিশু মৃত্যুর হার কমে এসেছে৷

তিনি বলেন,আমরা পরিবার-পরিকল্পনা নিয়েও কাজ করছি, যাতে পরিবারগুলো নিয়ম অনুযায়ী ছোট আকার ধারণ করতে পারে৷ ড্যান মজীনা বলেন, এ অংশীদারিত্ব লক্ষ্মীপুরে একটি শক্তিশালী প্রভাব ফেলছে৷ আমি অত্যন্ত খুশি যে অ্যামেরিকা লক্ষ্মীপুরে অংশীদার হিসেবে কাজ করছে৷ বাংলাদেশের উন্নয়নে আমেরিকান দূতাবাসের অংশীদারিত্ব অব্যাহত থাকবে৷

ড্যান মজীনা বলেন, নবজাতকের কোন মৃতু্যর ঘটনা যাতে আর না ঘটে সেজন্য লক্ষীপুর হাসপাতালে একটি ওয়ার্ড তৈরীতে তার সরকার সাহায্য করবে৷ এখন গর্ভবতী মায়ের মৃতু্যহার এবং ৫ বছরের নীচে শিশুর মৃতু্যর হার অনেক কমেছে বলেও তিনি উলেস্নখ করেন৷সয়াবিনের রাজধানী হিসেবে খ্যাত লক্ষ্মীপুরে এসে আবেগাপ্লুত মার্কিন রাষ্ট্রদুত বলেন, তার শৈশবকাল কেটেছে একটি সয়াবিন খামারে৷ সয়াবিন তিনি খুব পছন্দও করেন৷ বাংলাদেশের সবচেয়ে বেশী সয়াবিন লক্ষ্মীপুরে উত্‍পাদিত হয় জেনে মার্কিন দূত সনত্মোষ প্রকাশ করেন৷

এ সময় উপস্থিত ছিলেন- মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মজীনার স্ত্রী গ্রেস মজীনা, ইউএসএআইডির মিশন ডিরেক্টর জেনিনা জারুজেকসকি, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা.গোলাম ফারুক ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শাহাদাত হোসাইন ও মামনি হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং প্রকল্পের সিনিয়র ম্যানেজার তপন কুমার ব্রহ্ম প্রমুখ৷

এদিকে, দুপুরে মার্কিন রাষ্ট্রদূত সার্কিট হাউজে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এ কে এম টিপু সুলতান ও জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমানসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমিয় সভায় অংশ নেন৷ পরে দুপুরে জেলা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত৷ এসময় সার্কিট হাউজ প্রাঙ্গণে মজীনাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়৷