প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিকবার্তা-ঢাকা,২৮সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী বিএনপিকে একটি সন্ত্রাসী,জঙ্গি ও দুনর্ীতিগ্রস্থ সংগঠন হিসেবে আখ্যায়িত করে বলেছেন, বিএনপি পুনরায় ক্ষমতায় আসতে পারেনি এটা ছিল মহান আল্লাহতালার অসীম রহমত৷তিনি বলেন, তারা (বিএনপি) ক্ষমতায় আসতে পারেনি এটা আল্লাহ রহমত৷বাংলাদেশ আরেকবার লাগামহীন সন্ত্রাস, জঙ্গিপনা ও দুনর্ীতি থেকে রক্ষা পেয়েছে৷ শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী ম্যারিয়ট মার্কি হোটেলে এক নাগরিক সংবর্ধনা সভায় ভাষণে একথা বলেন৷জাতিসংঘে বাংলাদেশের ৪০ বছর উদযাপন উপলক্ষ্যে ইউনিভার্সেল সিভিক রিসিপশন কমিটি (সার্বজনীন নাগরিক সংবর্ধনা কমিটি) এ সংবর্ধনা সভার আয়োজন করে৷

প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, সরকার তাদের বিচারে দৃঢ় প্রতিজ্ঞ এবং হরতাল দিয়ে তা বন্ধ করা যাবে না৷তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে- তাদের বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ৷ এই বিচার কেউ বন্ধ করতে পারবে না৷তিনি এ প্রসঙ্গে আরো বলেন, স্বার্থন্বেষী মহলগুলো বিভিন্ন উপায়ে এই বিচার বানচাল করতে চাইছে৷শেখ হাসিনা বলেন, এই বিচার শুরু হয়েছে এবং কয়েকজনের বিচারের রায় কার্যকর হয়েছে৷ দু’ একটি হরতাল দিয়ে এই বিচার বন্ধ করা যাবে না৷ তিনি বলেন, এদেশের মানুষ এতে সাড়া দেবে না-৷

গত ৫ জানুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এখন বুঝতে পেরেছে- গত সাধারণ নির্বাচনে অংশগ্রহণ না করে তারা মারাত্মক ভুল করেছে৷তিনি বলেন, আমি জানি না তাদের মনে কি ছিল৷ তবে তারা তাদের ভুল বুঝতে পেরেছে৷শেখ হাসিনা বলেন, বিএনপি নেতারা নির্বাচন বয়কটের যৌক্তিকতা প্রমাণের জন্য এখন অনেক কিছুই বলছে৷তিনি বলেন, তারা এখন এসব বলবেই, কারণ কোন রাজনৈতিক নেতৃত্ব ভুল সিদ্ধানত্ম নিলে এ জন্য তাদের খেসারত দিতেই হবে৷যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় প্রবাসী বাংলাদেশি হত্যার বিচার দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

শেখ হাসিনা বলেন, সভ্য দেশ আমেরিকা৷ যারা সভ্যতার মাপকাঠি মাপে৷ এতো কিছু করে৷ আর একটা মৃতু্য হলে তারা অনেক কথা আমাদের জিজ্ঞেস করে৷যুক্তরাষ্ট্রে নাজমুল ইসলাম ও বেলাল তালুকদার নামে দুই প্রবাসীর খুনের কথা মনে করিয়ে দিয়ে বাংলদেশের প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা সরকারের কাছে আমার প্রশ্ন, একজন বাঙালি.. এভাবে সভ্য দেশের রাস্তায় কীভাবে অকাল মৃতু্য হয়৷ এর বিচার আমরা চাই৷

গত ৯ জুলাই গভীর রাতে নিউ ইয়র্ক সিটির আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিটের মাঝামাঝি এলাকায় মাথায় ও মুখে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয় নজমুলকে (৫৫)৷আর, ২০১২ সালের অগাস্টে কানেটিকাট রাজ্যের হার্টফোর্ড সিটিতে মুদি দোকানের কর্মচারী বেলাল তালুকদার (৪৭) ডাকাতের গুলিতে নিহত হন৷ বেলালের হত্যা মামলার রায়ে গত ১৩ অগাস্ট কেজলিন মেন্ডেজ নামের এক আসামিকে ৫৫ বছরের কারাদণ্ড দেয় আদালত৷

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদপ্রাপ্তির ৪০ বছর উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কের একটি হোটেলে আয়োজিত এই সংবর্ধনায় শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন৷তিনি বলেন, বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল৷ এর খেসারত বিএনপিকে দিতে হচ্ছে৷ এ কারণেই বিএনপি নেতারা এখন আবোল-তাবোল বকছেন৷

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘দুই-একটা হরতাল দিয়ে এই বিচার বন্ধ করা যাবে না৷মানবতাবিরোধী অপরাধ যারা করেছে- তাদের বিচার ইনশাল্লাহ বাংলাদেশে হবে৷ এটা কেউ ঠেকাতে পারবে না৷ঢাকা-নিউ ইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি নিয়েও কথা বলেন শেখ হাসিনা৷

তিনি বলেন, কিছু বাধ্যবাধকতা আছে৷ আমরা চারটা বিমান কিনেছি৷ আরো চারটা কিনছি৷ বিমানবন্দর আপগ্রেড করছি৷ নিরাপত্তার বিষয়টিও থাকে৷ আসলে, এতো দিনের জঞ্জাল৷ সব জঞ্জাল আমাদের সাফ করতে হচ্ছে৷বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরই ঢাকা-নিউ ইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট শুরুর কথা বললেও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গ্রেড-১ এ উন্নীত না হওয়ায় বিষয়টি আটকে আছে৷

শেখ হাসিনা তার বক্তৃতায় গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে নেয়া পল্লীর জনপথ প্রকল্প এবং বিদু্যত্‍ খাতের উন্নয়নে নেয়া বিভিন্ন উদ্যোগের কথা অনুষ্ঠানে তুলে ধরেন৷এর আগে প্রধানমন্ত্রী ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, বিশ্বের খুব কম দেশই এতো কম সময়ে এতো উন্নয়ন করেছে৷ কোনো ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি৷

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে স্থানীয় নেতারা ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি অনুষ্ঠানে বক্তব্য দেন৷