ওবায়দুল কাদের

দৈনিকবার্তা-গাজীপুর,৪অক্টোবর : কোরবানির ঈদের আগে সারা দেশের সড়ক যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷তবে একাধিক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটে মানুষের দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চান তিনি৷

শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক পরিদর্শনের সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, যানজট ও রাস্তাঘাট নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট৷ তবে আমি পুরোপুরি খুশি হতে পেরেছি এ কথা বলার কোনো উপায় নেই৷শুধু চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর অংশে কয়েকটি এঙ্েিডন্ট হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ অংশে অনেক মানুষ বেশ কিছু সময় দুর্ভোগের কবলে পড়েছে ৷ সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী৷ শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রাসহ আশপাশের প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে পড়ে ঈদে ঘরমুখো মানুষ৷

হাইওয়ে পুলিশ বলছে, আগের রাতে একাধিক সড়ক দুর্ঘটনা, গরুবোঝাই ট্রাক ও বাড়ি ফেরা মানুষের চাপের কারণে ওই মহাসড়কে যানজট তৈরি হয়৷এদিকে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও ঈদে ঘরমুখো যাত্রীর পরিবহনের চাপে গাড়ি চলছে খুব ধীরে৷ এই মহাসড়কে কোনো দুর্ঘটনা না ঘটলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের চাপ এখানেও প্রভাব ফেলে৷ তবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অন্যান্য মহাসড়ক যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, সিলেট, যশোর, খুলনা, ফরিদপুরের মহাসড়কগুলো যানজটমুক্ত রয়েছ৷ এসব স্থানের মহাসড়কে কোথাও কোনো দুর্ভোগের কারণ তৈরি হয়নি ৷

তাছাড়া পূজা ও ঈদ উপলক্ষে বেশির ভাগ মানুষ আগেই রাজধানী ছেড়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শনিবার দুপুরে বাসে যাত্রীদের তেমন চাপ নেই৷ আর রাস্তায় যানবাহনেরও সংখ্যাও কম৷ এসময় ঈদের আগে যাত্রীদের কাছে পরিবহন ব্যবসায়ীদের বেশি ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চান সাংবাদিকরা৷ মন্ত্রী বলেন, ঈদের সময় এমন ঘটনা হয়৷ শনিবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গেলে একটা গাড়িতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠে৷ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে ভাড়ার জন্য নেয়া বেশি টাকাটা ফেরত্‍ দেয়া ব্যবস্থা করেছি৷এর জন্য সচেতনতা না থাকাকে দায়ী করে তিনি বলেন, রাতারাতি পুরনো এ অভ্যাস পরিবর্তন করতে পারবো না৷ তবে এসব আস্তে আস্তে সহনীয় হয়ে আসছে৷

সার্বিক পরিস্থিতিকে ভাল আখ্যা দিয়ে পূজা ও ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগসহ সমস্যা মোকাবেলায় পরিকল্পনার কথা তুলে ধরেন পরিবহনমন্ত্রী৷পবিত্র ঈদুল আযহা ও দুর্গাপূজা এক সঙ্গে হওয়ায় আমাদের এনফোর্সমেন্টের একটা ভাগ চলে গেছে পূজায়, একটি ভাগ কোরবানির পশুর হাটে ও আরেকটি ভাগ রয়েছে রাস্তায়৷ তার পরেও যে সমস্যা হওয়ার কথা ছিল তা হয়নি৷ এবার রাস্তায় গরুর হাট একেবারেই কম বসেছে দাবি করে তিনি বলেন, এবার প্রশাসন সতর্ক থাকায় রাস্তায় গরুর হাটের যে বিড়ম্বনা তা হয়নি৷মন্ত্রীর সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের উপ-পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক ও মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷