জার্মানির জাতীয় রেল চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডয়েশে ব্যান

দৈনিকবার্তা-ঢাকা,১৮অক্টোবর : জার্মানিতে ট্রেন চালকদের ইউনিয়নের ডাকা ধর্মঘটের কারণে শনিবার রেলসেবা বিপর্যসত্ম হয়ে পড়েছে৷ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক এ ধর্মঘটে সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা বিপাকে পড়েছেন৷জার্মানির জাতীয় রেল চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডয়েশে ব্যান এক বিবৃতিতে জানায়, প্রধান প্রধান লাইন দিয়ে মাত্র এক তৃতীয়াংশ রেল চলাচল করছে৷

ট্রেন চালকদের ইউনিয়ন জিডিএল শুক্রবার বেলা ৩টা থেকে মালবাহী ট্রেনের এবং শনিবার বেলা ২টা থেকে দূরপালস্নার ও আঞ্চলিক যাত্রীবাহী ট্রেনের কর্মীদের কর্মবিরতির ডাক দিয়েছে৷ ২০০৮ সালের পর সবচেয়ে ব্যাপক এ ধর্মঘট পালন করছে সংগঠনটি৷সোমবার স্থানীয় সময় ভোর ৪ টা পর্যনত্ম ধর্মঘট চলবে৷

জাতীয় রেল চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডয়েশে ব্যান শ্রমিকদের ৫ শতাংশ মজুরি বৃদ্ধি ও সপ্তাহে কর্মঘন্টা কমিয়ে ৩৭ ঘন্টা করার দাবি নিয়ে আলোচনায় ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি করছে বলে অভিযোগ ট্রেন চালক ইউনিয়নের৷এদিকে ডয়েশে ব্যান ধর্মঘটের নিন্দা জানিয়ে জিডিএল প্রধান ক্লাউস ওয়েসেলসকির বিরম্নদ্ধে অভিযোগ করেছে, তিনি ট্রেন চালক ও যাত্রীদের সামনে পেশিশক্তি ও ক্ষমতা দেখাচেছন৷

সংস্থার এক বিবৃতিতে আরো বলা হয়েছে, জার্মানির ১৬ টি আঞ্চলিক রাজ্যেও ১১টিতে শরত্‍কালিন স্কুল ছুটি শুরম্ন বা শেষ হচ্ছে৷ এ প্রেক্ষাপটে ৫০ ঘন্টার ধর্মঘট ডেকে জিডিএল প্রধান ক্লাউস ওয়েসেলসকি কান্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে৷ট্রেন চালকদের এ ধর্মঘটে সারাদেশের মানুষ বিস্মিত হয়েছে৷ কারণ আগে একদিনের বেশি ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেয়া হয়েছিল৷ ২০০৭-০৮ সালে সর্বশেষ বড় ধরণের ধর্মঘটের কবলে পড়েছিল ডয়েশে ব্যান৷