অধ্যাপক এম এ মান্নান

দৈনিকবার্তা-ঢাকা,১৮অক্টোবর : যুমনা গ্রুপের কর্ণধার নূরুল ইসলাম বাবুলের মালিকানাধীন শিল্প কারখানাগুলো ট্যাঙ্ ফাঁকি দিতে ওঠেপরে লেগেছে বলে অভিযোগ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (গাসিক) অধ্যাপক এম এ মান্নান৷ তিনি বলেন, ট্যাঙ্ না দিয়ে যেন সিটি করপোরেশন এলাকায় ব্যবসা করতে পারে সে জন্য প্রতিষ্ঠানটি সিটি করপোরেশনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন৷

অধ্যাপক এম এ মান্নান বলেন, যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের মালিক নূরুল ইসলাম বাবুল তার ব্যক্তি এবং ব্যবসায়িক স্বার্থে যখন যার বিরুদ্ধে প্রয়োজন হয় তখনই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার জন্য মিথ্যা কুরুচিপূর্ণ তথ্য সাজিয়ে খবর প্রকাশ করে৷ অতীতে তিনি এসব করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন৷যুমনা গ্রুপের যে ট্যাঙ্ ধার্য করেছে তা না দেয়ার জন্যই মিথ্যা প্রতিবেদন প্রকাশ করছে অভিযোগ করে তিনি বলেন, যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশন আমার ও সিটি করপোরেশনের বিরুদ্ধে যেসব প্রতিবেদন প্রকাশ করেছে তা শুধু তার ব্যক্তিস্বার্থেঙর জন্য৷

তিনি আরো বলেন, সিটি করপোরেশন থেকে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হয়ে থাকে৷ ট্রেড লাইসেন্স নবায়নের সময় শিল্প প্রতিষ্ঠানের সুবিধার্থে ধার্য করের ২৫-৩০ শতাংশ (বিজিএমইএস এর সঙ্গে আলোচনা করে নির্ধারিত কর নিয়ে লাইসেন্স নবায়ন করা হচ্ছে৷ মেয়র বলেন, নূরুল ইসলাম বাবুলের শিল্প কারখানাগুলো করপোরেশন নির্ধারিত ট্যাঙ্ না দিয়েই ট্রেড লাইসেন্স চেয়েছিল৷ কিন্তু তা না দেয়ায় করপোরেশনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করেছে তার মালিকানাধীন মিডিয়া৷

তিনি বলেন, আমাদের অপরাধ আমরা বিধি অনুযায়ী তার কাছে ট্যাঙ্ চেয়েছি৷ আমি আবারো যুগান্তর ও যুমনা টেলিভিশনের মিথ্যা ভিত্তিহীন এবং কুরুচিপূর্ণ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ পাশাপাশি সব গণমাধ্যমকে সত্য, বস্তনিষ্ঠ এবং তথ্যনির্ভর সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি৷সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্নান বলেন, ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ আমরা পত্রিকায় পাঠিয়েছি, তা ছাপা হয়নি৷ এরপর আমরা আইনি ব্যবস্থা নেব৷ আমরা এই মিথ্যা সংবাদের প্রতিবাদে মানহানির মামলা করবো৷এক পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত সংবাদ সম্মেলন হল ত্যাগ করেন সাবেক এই প্রতিমন্ত্রী৷সংবাদ সংম্মেলন আরো উপস্থিত ছিলেন গাসিক কাউন্সিলর আতাউর রহমান, হাসান আজমল ভূইয়া, খায়রুল ইসলাম, সালেমা খাতুন, আয়শা আকতার প্রমুখ৷