শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি সোনা আটক

দৈনিকবার্তা-ঢাকা,১৮অক্টোবর : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালে ৬৪টি সোনার বারসহ একজনকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর৷ দুবাই থেকে আসা এই যাত্রীর নাম আবদুল লতিফ (৩৭)৷

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, প্রতিটি বারের ওজন ১০ তোলা, যার মোট ওজন সাত কেজি ৫০০ গ্রাম৷ এসব সোনার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা৷সকাল সাড়ে আটটার দিকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল বিমানবন্দরে গ্রিন চ্যানেলের সামনে থেকে আবদুল লতিফকে আটক করে৷

মুস্তাফিজুর রহমান জানান, এমিরেটস এয়ারলাইনসের এই যাত্রী প্রথমে তাঁর সঙ্গে সোনা থাকার কথা অস্বীকার করেন৷ পরে তাঁর মালামাল তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়৷ আবদুল লতিফ বেনসন সিগারেটের তিনটি প্যাকেটের ভেতরে স্কচটেপে জড়িয়ে সোনার বারগুলো এনেছিলেন৷ মাত্র ১২ দিন আগে লতিফ দুবাই গিয়েছিলেন৷ তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়৷এ ঘটনা একটি মামলা হবে বলে জানান তিনি৷