ctg-police-620x312

দৈনিকবার্তা-চট্টগ্রাম,২৪অক্টোবর: বন্দরনগরী চট্টগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং এ বিষয়ে সচেতনতামূলক অভিযান শুরু করেছে মহানগর পুলিশ (সিএমপি)৷শুক্রবার সকালে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে অভিযানের উদ্বোধন করেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল৷জমিয়তুল ফালাহ মাঠ থেকে ওয়াসা, দামপাড়া, কাজীর দেউড়ি এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি পাঁচ শতাধিক পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন৷এ সময় পুলিশ কমিশনার রাস্তায় বিভিন্ন লোককে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার পরামর্শ দেন৷

পরে দামপাড়া এলাকায় পুলিশ কমিশনার জলিল মণ্ডল সাংবাদিকদের বলেন,অপরাধ দমন করে জনগণকে শান্তিতে রাখা এবং সেবা দেয়া পুলিশের কাজ৷আমাদের মধ্যে একটা ধারণা আছে পরিচ্ছন্নতার কাজ করবে সিটি কর্পোরেশন ও সরকার৷ কিন্তু সচেতন নাগরিক হিসেবে সবাই সরকারের অংশ৷ মানুষ সচেতন হয়ে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে আবর্জনা ফেললে নগরী পরিচ্ছন্ন থাকবে৷নিজের বাড়ির সামনের রাস্তা পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদের ময়লা ফেলা থেকে বিরত রাখার জন্য ভবন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি৷

এই প্রক্রিয়া কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, মানুষ সচেতন হলে নগরী পরিচ্ছন্ন থাকবে৷তবে সপ্তাহের একটি ছুটির দিনে নগরীর একটি এলাকা বেছে নিয়ে স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণির লোকজনের সঙ্গে আমরা বসব৷ যদি তাতে কাজ না হয় তাহলে পুলিশ সে এলাকায় গিয়ে পরিচ্ছন্নতার কাজ করে আসবে৷এ সময় অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) একেএম শহীদুর রহমান তার সঙ্গে উপস্থিত ছিলেন৷