Advikate of Nijami

দৈনিকবার্তা-ঢাকা,২৯অক্টোবর: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাওলানা মতিউর রহমান নিজামীর আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম বলেছেন, এই বিচারের রায় ন্যায়ভ্রষ্ট৷এটি অত্যন্ত দুর্বল রায়৷ এ রায় আপিলে টিকবেনা৷বুধবার আন্তর্জাতিক ট্রাইবু্যনাল রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি একথা বলেন ৷

তিনি বলেন, আদালত তার বিচার্য বিষয় ছাড়াও অনেক বিষয়ের অবতারণা করেছেন৷ যা ট্রাইবু্যনালের এখতিয়ার বহির্ভূত৷ নিজামী সাহেবকে জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন৷ পরে তিনি মন্ত্রী হয়েছেন৷ সুতরাং তার মন্ত্রীত্ব নিয়ে ট্রাইবু্যনাল কোনো প্রশ্ন তুলতে পারেন না৷এডভোকেট তাজুল বলেন, ট্রাইবু্যনাল তার বিরুদ্ধে একটি অভিযোগও সঠিকভাবে প্রমাণ করতে পারেনি৷ আমরা অবশ্যই এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবো৷ আমরা আশা করছি উচ্চ আদালতে আমরা সঠিক বিচার পাব৷আপিলে নিজামীর মামলায় ন্যায়বিচার পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন এই আইনজীবী৷

জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ন্যায় বিচার পাননি দাবি করে তার আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম বলেন, নিজামীর পক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে৷ তিনি বলেন, অপেক্ষাকৃত দুর্বল অভিযোগে নিজামীকে শাস্তি দেয়া হয়েছে৷ এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি৷ এছাড়া রায়ে ট্রাইবু্যনালের বিচারক যে বক্তব্য দিয়েছেন তা অনেকটা রাজনৈতিক৷ বিচারপতিরা কথা বলবেন আইনের ভাষায়৷ তারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না৷ মতিউর রহমান নিজামীকে মন্ত্রী বানানো ভুল ছিল এমন মন্তব্য ট্রাইবু্যনাল করতে পারে না৷ মতিউর রহমান নিজামী ভোটে নির্বাচিত হয়ে এমপি ও পরে মন্ত্রী হয়েছিলেন৷ তিনি বলেন, ট্রাইবুন্যাল বলেছে, জনগণের প্রত্যাশা অনুযায়ি রায় দেয়া হয়েছে৷ ট্রাইবু্যনাল রায় দেবে আইন ও সংবিধান মেনে৷ এ ধরনের বক্তব্য কেবল রাজনৈতিক নেতারা দিতে পারেন৷ রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গনে তাজুল উপস্থিত সাংবাদিকদের বলেন, রায়ে আমরা সংক্ষুব্ধ৷ এ বিষয়ে রায়ের পরে মতিউর রহমান নিজামীর সঙ্গে কথা বলেছি৷ তিনিও আপিল করার কথা জানিয়েছেন৷ বলেছেন, তিনি সম্পূর্ন নির্দোষ৷ আপিলের মাধ্যমে তিনি ন্যায় বিচার পাবেন৷

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী তার আইনজীবী এডভোকেট তাজুল ইসলামকে বলেছেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ বর্ণে বর্ণে মিথ্যা৷নিজামী বলেন, যুগে যুগে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে৷ তিনিও এর বাইরে নন৷ আর এ নিয়ে উচ্চ আদালতে আপিল করার জন্য তিনি তার আইনজীবীকে বলেছেন৷এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সহিংসতা বন্ধ করে প্রতিবাদ করতে বলেন৷এদিকে, উচ্চ আদালতে মাওলানা মতিউর রহমান নিজামী খালাস পাবেন বলে আশা করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান৷তারা বলেন, ট্রাইবু্যনালের এ রায়ের বিরুদ্ধে মাওলানা নিজামী উচ্চ আদালতে আপিল করবেন৷ উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করলে মাওলানা নিজামী অবশ্যই বেকসুর খালাস পাবেন বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি৷ ট্রাইবু্যনালের এ রায়ে মাওলানা নিজামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন৷

বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে মাওলানা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা বলেন৷ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি বলেন, সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার জন্য মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে৷ তার বিরুদ্ধে সরকার পক্ষ যে অভিযোগ উত্থাপন করেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক৷ যার প্রমাণ তার জন্মস্থান পাবনার একজন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ তিনজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা৷ তারা স্বতঃপ্রণোদিত হয়ে ট্রাইবু্যনালে যে সাক্ষ্য দিয়েছেন সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন, মাওলানা নিজামীর বিরুদ্ধে আনীত অভিযোগের সঙ্গে তার দূরতম কোনো সম্পর্ক নেই৷

তারা অভিযোগ করে বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতে ইসলামীর নেতাদের হত্যার পরিকল্পনা গ্রহণ করে৷ শুরু থেকেই সরকার এই বিচার কার্যক্রমকে বিভিন্নভাবে প্রভাবিত করার অপচেষ্টা চালায়৷ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়৷ সরকারের জুলুম, নির্যাতন ও মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে৷তারা এ রায়ের প্রতিবাদে বৃহস্পতি-রবি ও সোমবার দেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণা করেন৷

কর্মসূচিতে রয়েছে, ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৩১ অক্টোবর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল৷ ৩১ অক্টোবর শুক্রবার আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর এই মুহূর্তে মুক্তি ও সাবেক আমির, ভাষা সৈনিক মরহুম অধ্যাপক গোলাম আযমের রূহের মাগফিরাত কামনায় দোয়াসহ সরকারের ষড়যন্ত্রের শিকার সব নেতার জন্য দেশব্যাপী দোয়ার অনুষ্ঠান৷ ১ নভেম্বর মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও আটক সব নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি৷ ২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল৷

উপরোক্ত কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে সফল করে তোলার জন্য জামায়াতে ইসলামীর সব শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীলসমাজ ও পেশাজীবীসহ সব শ্রেণী- পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াতের এই শীর্ষ দুই নেতা৷অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও ঘোষণা দিয়েছে দলটির পক্ষ থেকে৷