বিজিবি

দৈনিকবার্তা-সাতক্ষীরা,৬নভেম্বর: সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে চোরাচালানিদের হামলায় বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম নিহত হয়েছেন ৷ এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে ৷

বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সুবেদার নজরুল তার সহকমর্ী সিপাহি বেল্লালকে নিয়ে মোটর সাইকেলে সীমান্তের লক্ষীদাঁড়ি বেড়ি বাধে টহল দিচ্ছিলেন ৷ এ সময় কয়েকজন চোরাচালানি তার ওপর হামলা করে ৷ এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান ৷ তাকে দ্রুত সাতক্ষীরা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ৷ এ ঘটনায় পলাশ ও রনি নামের নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷

বিজিবির ৩৮ ব্যাটেলিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি সুবেদার নজরুল নিহত হবার ঘটনা স্বীকার করেছেন তবে এর কারণ সম্পর্কে এখনই কোনো মনত্মব্য করতে চাননি তিনি ৷ সদর থানা পুলিশ জানায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে ৷