JCD.sk_

দৈনিকবার্তা-ঢাকা,১০নভেম্বর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ খোকন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে৷

সোমবার দলের যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়৷বিবৃতিতে বহিষ্কৃত দু’জন সাবেক ছাত্র নেতার সাথে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে কোন ধরণের সাংগঠনিক যোগাযোগ না রাখতে বলা হয়েছে৷

এছাড়াও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন, তরুণ দে,সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম টিটু, ফেরদৌস আহমেদ মুন্না এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রয়েল এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে

বহিষ্কৃতদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ না রাখতে ছাত্রদলসহ সব সহযোগী সংগঠনকে বলেছে বিএনপি৷বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনিসুর রহমান খোকন ও আবু সাঈদকে বিএনপির প্রথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে৷ সংগঠনে থেকে বহিষ্কৃত ওই দুজন সাবেক ছাত্রনেতার সঙ্গে কোনও ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সংশ্রব না রাখতে বিএনপি এবং এর সব অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে৷

বহিষ্কৃত ও নোটিস পাওয়া এই নেতারা ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্বে দিচ্ছিলেন৷ বিক্ষুব্ধদের প্রতিনিধি হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে বৈঠকেও অংশ নিয়েছিলেন তারা৷খালেদা জিয়া গত ১৪ অক্টোবর রাজিব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর থেকেই পদ না পাওয়ারা বিক্ষোভ শুরু করে৷

বিক্ষোভের সময় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর চলে৷কার্যালয়ের প্রধান ফটকের সামনে জিয়াউর রহমানের ম্যুরালও নষ্ট করা হয়৷এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস কোন্দল মেটাতে বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি আপত শান্ত করলেও স্থায়ী কোনও সমাধান আসেনি৷তারপর গত শুক্রবার খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে যাওয়ার পথে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাউদ্দিন টুকুর গাড়িতে হামলা ও ভাংচুর চালায় ছাত্রদলের পদবঞ্চিতরা৷