04_Nazrul+Islam+Death+Narayanganj_3004140022

দৈনিকবার্তা-ঢাকা, ১১নভেম্বর: রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার তদন্ত থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ মঙ্গলবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন৷এর আগে হাইকোর্ট সিআইডিকে তদন্তের ওই দায়িত্ব দিয়েছিল৷ আইনশৃঙ্খলা বাহিনীর দুইটি সংস্থা একই ঘটনার তদন্ত করতে পারে না এ যুক্তি দেখিয়ে গত ৫ মে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ৷১০ জুলাই ওই আবেদন নাকচ করে সিআইডিকে ইনভেস্টিগেশন এর পরিবর্তে ইনকয়ারি করতে বলে হাইকোর্টের একটি বেঞ্চ৷রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ সিআইডিকে তদন্ত থেকে বাদ দেয়৷

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেয় বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম নাজমুল হক জানান৷একদিন আগে আদেশ হলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার৷আইন-শৃঙ্খলা বাহিনীর দুটি সংস্থা একইসঙ্গে সমান্তরালভাবে একটি ঘটনার তদন্ত করতে পারে না- এই যুক্তি দেখিয়ে গত ৫ মে হাই কোর্টে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ৷

সাত খুনের ঘটনায় সিআইডির তদন্ত বন্ধের ওই আবেদন নাকচ করে হাই কোর্টের একটি বেঞ্চ গত জুলাই মাসে আগের আদেশে সামান্য পরিবর্তন আনে৷ নতুন আদেশে সিআইডিকে ইনভেস্টিগেশন এর পরিবর্তে ইনকয়ারি করতে বলা হয়৷রাষ্ট্রপক্ষ হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে এ বিষয়ে তাদের দুটি আবেদনের নিষ্পত্তি করে আপিল বিভাগ সিআইডিকে তদন্ত থেকে বাদ দেয়৷

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক তার সঙ্গে ছিলেন৷নাজমুল হক বলেন, আপিল বিভাগ আমাদের আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দিয়েছে৷ হাই কোর্টের আদেশে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে বেশ কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল৷ হাই কোটের্র এসব বক্তব্য আপিল বিভাগ অ্যাঙ্পাঞ্জ করে দিয়েছে৷

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন৷ পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ৷ গোয়েন্দা পুলিশ (ডিবি) চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তের থাকলেও এক স্বপ্রণোদিত আদেশে হাই কোর্টের একটি বেঞ্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) এই তদন্তের দায়িত্ব দেয়৷ বলা হয়, মূল তদন্ত ডিবিই করবে, সিআইডি করবে ছায়া তদন্ত৷

এছাড়া হাই কোটের্র আদেশে সাত খুনের ঘটনা তদন্তে সাত সদস্যেও সার্বিক তদন্ত কমিটি’ গঠন করা হয়, যারা সোমবার আদালতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে৷ এছাড়া র্যাবের পক্ষ থেকে মঙ্গলবার আরেকটি অগ্রগতি প্রতিবেদন হাই কোর্টে জমা দেওয়া হয়েছে৷বৃহস্পতিবার এ বিষয়ে হাই কোর্টে শুনানির তারিখ নির্ধারিত রয়েছে৷সার্বিক তদন্ত কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন, অগ্রগতি প্রতিবেদনে আমরা চার সপ্তাহ সময় চেয়েছি৷ এই সময় পেলে আমরা চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব বলে আশা করছি৷তিনি বলেন, আমরা সর্বমোট ৩৭৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছি৷ এখন তাদের বক্তব্য সমন্বয় করছি৷

নারায়ণগঞ্জের অপহরণ ও হত্যার সঙ্গে প্রশাসনের কোনো সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা বা সংশ্লিষ্টতা ছিল কি না- গণতদন্তের মাধ্যমে তা উদঘাটন করতে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা নেতৃত্বাধীন এই কমিটিকে৷অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না- কমিটিকে তাও খতিয়ে দেখতে বলেছে আদালত৷আর র্যাব ওই হত্যাকাণ্ডে তাদের বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে৷র্যাবের অভ্যন্তরীণ তদন্ত এর আগে ঘটনার তদন্তের দিকে মোড় নিলে আদালত ইতোপূর্বে এই বাহিনীকে সতর্ক করে দিয়েছিল৷অপহরণের ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়৷ নূর হোসেন র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে সাতজনকে হত্যা করিয়েছেন বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন৷

শুরুতে অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেও অপহৃতদের লাশ উদ্ধারের পর লোকচক্ষুর আড়ালে চলে যান নূর হোসেন৷ পরে দুই সহযোগীসহ তিনি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন৷র্যাবের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়৷ গ্রেপ্তার হওয়ার পর কয়েক দফায় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের দোষ স্বীকার করে আদালতে তারা জবানবন্দিও দেন৷